বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মাঘের শুরুতেই দিনাজপুরে কুয়াশারা সাথে কনকনে ঠান্ডা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১৬, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ

মাঘের শুরুতেই হিমেল হাওয়ায় দিনাজপুরে ঘন কুয়াশার সাথে কনকণে ঠান্ডা। গত কয়েকদিন ধরে হিমেল হাওয়ার প্রভাব থাকলেও রোদের ঝলমলের কারণে শীত কম অনুভুত হয়। তবে বিকালের পর থেকে জেঁকে বসে শীতের তীব্রতা। হিমেল হাওয়ায় বুধবার সকালে সুর্যের দেখা না মিললেও দুপুরের পর উকিঁ দেয় সুর্যের ঝলমলে আলো। কিন্তু এরপরেও কনকণে শীত অনুভ‚ত হয়।
দিনাজপুরে শীতের প্রতিনিয়ত ছন্দপতন ঘটছে। তাপমাত্রা উঠানামার মধ্যে রয়েছে।তবে বুধবার মাঘের প্রথম দিনে ঘন কুয়াশায় ঢাকা পড়ে দিনাজপুর। এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে হিমেল বাতাস আর ঘনকুয়াশায় কষ্ট বেড়েছে ছিন্নমূল মানুষের।
এর আগে ১০জানুয়ারি দিনাজপুরে মৌসুমের সর্বনি¤œ তাপমাত্রা ৯ দশমিক ৭ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরদিন ১১জানুয়ারি তাপমাত্রা বেড়ে হয় ১১ডিগ্রি সেলসিয়াস।আবার ১৩ জানুয়ারি তাপমাত্রা ১৩ ডিগ্রি রেকর্ড করা হয়। আবার ১৪ জানুয়ারী তাপমাত্রা নিচে নেমে ১১ দশমিক৮ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
মোটরবাইক চালক সবুর হোসেন চৌধুরী বলেন, সকাল থেকেই বাতাস বইছে। রাস্তাঘাটে লোকজন কম, মানুষ বাড়ি থেকে কম বের হচ্ছে। মোরসাইকেল চালাতে বেশী ঠান্ডা লাগছে।
কৃষক আলী আকবর জানায়, মাঘ মাস পড়েছে। কথায় আছে এ মাসে ঠান্ডায় বাঘও কান্দে। কুয়াশাও দেখা গেছে সকালে। বোরো ধানের বীজতলার চারা অনেকটা বড় হয়েছে। এখন জমি তৈরি করতে ঠান্ডার কারণে কৃষি শ্রমিক পাচ্ছিনা।
কাজের সন্ধানে আসা আবুল হোসেন জানান, বুধবার হঠাৎ করেই কুয়াশা ও ঠান্ডা বাতাস শুরু হয়েছে। বৃষ্টির মতো ঝিরঝির করে কুয়াশা পড়ছে।এতে শীত বেড়েছে। তাই কাজ পাওয়া যাচ্ছে না।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বুধবার দিনাজপুরের তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ৩ কিলোমিটার। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭শতাংশ। মাঘ শুরু হয়েছে। কিছুটা শীত বাড়তে পারে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে মার্শাল আর্ট প্রশিক্ষনের সমাপনী ও সনদ বিতরণ

কান্তজিউ মন্দির পরিদর্শনকালে রাজদেবোত্তোর এস্টেটের পক্ষ থেকে ডিআইজি’কে সংবর্ধনা

বীরগঞ্জে নৌকা মার্কার মেয়র প্রার্থী’র নির্বাচনীয় পথসভা

দিনাজপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার

নিজ বিশ্ববিদ্যালয় থেকে দ্রæত উপাচার্য নিয়োগের দাবিতে হাবিপ্রবিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীদের মানববন্ধন

বোদা পৌরসভার জনগুরুত্বপূর্ণ সমস্যাসমূহ চিহিৃতকরণ বিষয়ে মতবিনিময় সভা

বোদা পৌরসভার জনগুরুত্বপূর্ণ সমস্যাসমূহ চিহিৃতকরণ বিষয়ে মতবিনিময় সভা

ঠাকুরগাঁও জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

হাবিপ্রবিতে ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের চ‚ড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু

মে ২, ২০২১ প্রাইজবন্ডের ১০৩তম ড্র অনুষ্ঠিত

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান শাহীনুর রহনান চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব