শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গ্রামবাংলার ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী মেলা নয় যেন জমজমাট ঘোড়ার হাট !

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ

৭৮বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী দিনাজপুরের চেরাডাঙ্গী মেলা নয় যেন জমজমাট ঘোড়ার হাট ! বাহারী নামের ঘোড়া নিয়ে গ্রাম-বাংলার চেরাডাঙ্গি মেলা জমজমাট। মেলায় এসেছে হাজার হাজার মানুষ। তবে ঘোড়া কেনা বেচা হয় মেলা উদ্বোধনের ২দিন আগে থেকেই। চলে উদ্বোবধনের পর কয়েকদিন।
দেশের বিভিন্ন এলাকা থেকে বিক্রির জন্য ঘোড়া নিয়ে মেলায় এসেছেন ব্যবসায়ীরা। রাজা, বিজলী রানী, রাস্তার পাগল, রংবাজ, পারলে ঠেকাও, কাজলি, তাজিয়া, কুমার রাজা, বিজলী, বাহাদুর এমন বাহারি নামের ঘোড়া বিক্রির জন্য দাড়িয়ে আছে গ্রাম বাংলার এই মেলায়। অথচ এক সময় এই মেলায় ঘোড়া ছাড়াও গরু-মহিষ, উট এমনকি দুম্বাও বিক্রি হতো।এখন তার পরিবর্তে জায়গা করে নেয় গরু, মহিষ এবং ঘোড়া। তবে ঘোড়ার উপস্থিতি দেখে মনে হবে শুধু ঘোড়া বিক্রির জন্য বসেছে ঘোড়ার হাট। এবার ৪০০-৫০০ ঘোড়া বিক্রির জন্য এসেছে বলে ব্যবসায়ীরা জানায়।
ঘোড়া কিনতে এসে কেউ কেউ ঘোড়ায় চড়ে দেখে নিচ্ছেন।
ঐতিহ্য রয়েছে প্রায় আড়াই কিলোমিটার বর্গাকার এই মেলাকে ঘিরে স্থানীয়ভাবে প্রায় ২০গ্রামে চলে মেজবান আয়োজনের। যদিও দিন দিন এসব কমতে শুরু করেছে। তবে মেলায় ঘোড়া বিক্রি হলেও বিনোদনের জন্য সার্কাস, নাগরদলা, পুতুল নাচ এবং সংসারের যাবতীয় আসবাবপত্র কাঠ, স্টিল ও প্লাস্টিকের ফার্নিচার, মিষ্টান্ন, মসলা, জুতা ও কাপড়সহ ৫০০ থেকে ৬০০বিভিন্ন রকমের পন্য সামগ্রীর পসরা বসেছে এ মেলায়।মেলায় ঘোড়ার আমদানি চোখে পড়ার মতো।
বগুড়া সদর থেকে ঘোড়া নিয়ে আসা মো. লিটন জানান, তারা বাবু রাজা, বিজলী রানী ও রাস্তার পাগল নামের তিনটি ঘোড়া নিয়ে এসেছেন। ঘোড়া তিনটি অত্যন্ত দ্রæত গতিসম্পন্ন। একেকটি ঘোড়ার দাম রেখেছেন এক লাখ ৩০হাজার টাকা। অনেকে বলেছেন ৮০-৭০হাজার টাকা । কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি করিনি।
পঞ্চগড় সদর উপজেলা থেকে এসেছেন আজাহার আলী দ্রæত গতির ‘পারলে ঠেকাও’ নামের ঘোড়া নিয়ে বিক্রির জন্য এসেছেন।
দিনাজপুরের চিরিরবন্দর থেকে ঘোড়া নিয়ে আসা আব্দুল্লাহ জানান, ঘোড়ার নাম দিয়েছেন রংবাজ। ৮০ হাজার টাকা পেলে রংবাজকে বিক্রি করে নতুন ঘোড়া কিনবেন।
দিনাজপুর শহরের ছয় রাস্তার মোড় এলাকার মোকাররম হোসেন শখের বসে একটি ঘোড়ার বাচ্চার দামদর করছিলেন। তিনি বলেন, কয়েক বছর ধরে ভাবছি একটা ঘোড়া কিনব। এবার চেরাডাঙ্গী মেলা থেকে ঘোড়ার বাচ্চা কেনার চেষ্টা করছি। কিন্তু দাম বেশি। তাই এখনও ঘোড়া কিনতে পারিনি।
বৃহস্পতিবার ৭৮বছর ধরে চলে আসা মাসব্যাপী এই গ্রামবাংলার ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে দিনাজপুরে ঐতিহ্যবাহী বাংলাদেশ চেরাডাঙ্গী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল।
চেরাডাঙ্গী মেলা কমিটির প্রেসিডেন্ট রাশেদ-উজ জামান (রূপন) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুরাদ আহম্মেদ প্রমুখ। এছাড়াও চেরাডাঙ্গি মেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ মাজেদুর রহমান মাজেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিএসডিএ’র উদ্যেগে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কাঁচা রাস্তা পাকা জন্য খুঁড়ে রাখে এর কোনো তথ্য নেই, এলজিডি প্রকৌশল অফিসে ?

দিনাজপুরে স্কুল ফিডিং কার্যক্রম অনুষ্ঠিত

ফিলিস্তিনের পক্ষে বীরগঞ্জে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে দুর্ধর্ষ চুরি

বুদ্ধি প্রতিবন্ধী ছেলে-মেয়েদের সাথে মত বিনিময় সভায় স্বরূপ বকসী বাচ্চু প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়

পীরগঞ্জে অবৈধ ভাবে ডাক্তার পদবী ব্যবহার করায় এক লক্ষ টাকা জরিমানা

পীরগঞ্জে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী

বালিয়াডাঙ্গীতে একইদিনে  পৃথক চার গ্রামে অগ্নিকাণ্ড

বালিয়াডাঙ্গীতে একইদিনে পৃথক চার গ্রামে অগ্নিকাণ্ড

বীরগঞ্জে ইউপি নির্বাচনে নৌকা ৫ ও স্বতন্ত্র ৪ জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত