মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে অবৈধ ভাবে ডাক্তার পদবী ব্যবহার করায় এক লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২৯, ২০২৪ ১০:০৩ অপরাহ্ণ

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবৈধভাবে ‘ডাক্তার’ পদবী ব্যবহার করে চোখের চিকিৎসা করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করার দায়ে সুজন আলী নামে এক ব্যক্তি কে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকেলে উপজেলার লোহাগাড়া বাজার এলাকায় লায়ন চক্ষু চিকিৎসা কেন্দ্র ও লায়ন চশমা ঘরে অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রমিজ আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে লোহাগাড়া বাজার এলাকায় লায়ন চক্ষু চিকিৎসা কেন্দ্র ও লায়ন চশমা ঘরে চেম্বার খুলে নিজের নামের সামনে অবৈধভাবে ‘ডাক্তার’ পদবী ব্যবহার করে চোখের চিকিৎসা করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন সুজন আলী। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং পীরগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় সুজন আলীর চেম্বারে অভিযান চালিয়ে প্রতারণার প্রমাণ পাওয়ায় মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারা অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযুক্ত সুজন আলী মুঠো ফোনে কথা হলে তিনি জানান নামের সামনে ডাক্টার ব্যাবহার করছিলেন তিনি সকল কাগজপত্র ঠিক আছে। তাতখনিক কাগজ দেখাতে না পারায় জরিমানা করা হয়েছে। আমি আমার এসোসিয়েশনের সাথে কথা বলে সকল প্রকার কাগজ পত্র নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে যাচ্ছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত