কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অত্র জেলা শাখার আংশিক আহŸায়ক কমিটিতে মোঃ মাসুদুল ইসলাম মাসুদকে আহŸায়ক ও মোঃ রেজাউর রহমান রেজাকে সদস্য সচিব নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আব্দুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়নকে কাহারোল উপজেলা শাখা যুবদলের যুগ্ন-আহŸায়ক মোঃ জুয়েল রানার পক্ষ থেকে গত শনিবার (৮ ফেব্রæয়ারি’২৫) বিকালে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা শাখা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা সদরের প্রাণকেন্দ্র দশমাইল আমতলা মোড় নামক স্থানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা শাখার যুবদলের যুগ্ন আহŸায়ক মোঃ জুয়েল রানাসহ অন্যান্যরা।