বীরগঞ্জ , দিনাজপুর প্রতিনিধি: রমজানের পবিত্রতা রক্ষা দ্রব্যমূল্য সহনীয় রাখতে রমজানের পবিত্রতা রক্ষা দ্রব্যমূল্য সহনীয় রাখতে দিনাজপুরের বীরগঞ্জে জামায়াতের মিছিল ও সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে।
রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবিতে উপজেলা ও পৌর
শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় উপজেলার জামায়াতের প্রধান কার্যালয় থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন শহীদ মিনার চত্বরে সমাপ্ত হয়। মিছিল শেষে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কারী আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক ছাত্র নেতা ও দিনাজপুর-১ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী মো: মতিউর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
জামায়াতের সেক্রেটারী মনজুরুল ইসলাম,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলার সহ সেক্রেটারি হাদিউজ্জামান হাদী,
জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এ.কে.এম.কাওসার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার সহ সভাপতি রাশেদুন্নবী বাবু প্রমুখ।
সমাবেশে বক্তারা পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার আহবান জানান। সেই সাথে অশ্লীলতা-বেহায়াপনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি জোর দাবি জানান।
বক্তারা আরো বলেন, ‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ বিপর্যস্ত। দুবেলা,দুমুঠো খবার জোগাড় করতেই তারা দিশেহারা হয়ে পড়েছে। এর মধ্যেই পবিত্র মাহে রমজান সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদের দোসররা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটতে ব্যস্ত রয়েছে। আগামীতে জামায়াত রাষ্ট্র ক্ষমতায় আসলে সকল ধরনের সিন্ডিকেট ভেঙে ফেলে সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা হবে।