চিরিরবন্দর প্রতিনিধি \চিরিরবন্দর উপজেলার তিনটি ইউনিয়ন কতৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সন্ত্রাসীর হামলায় বিএনপি’র নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হওয়ার প্রতিবাদে খানসামার পাকেরহাট পাকেরহাট বাজারের এই মানববন্ধন করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় খানসামা উপজেলার পাকেরহাট বাজারের শাপলা চত্তরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে আহত বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী। মানববন্ধনে চিরিরবন্দর ও খানসামা এলাকার সর্বস্তরের সকল বয়সের মানুষ, আহত ও আহত পরিবারের সদস্যরা অংশ নেয়।মানববন্ধনে হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানায়।
মানববন্ধনে স্থানীয় সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশি কর্নেল অবসরপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ভারাক্রান্ত মনে বলতে চাই গনতন্ত্রে একই আসনে অনেকেই মনোনয়ন পেতে চাইবে এটাই স্বাভাবিক, কারন বিএনপি বৃহত্তর গণমানুষের রাজনৈতিক দল। যেই মনোনয়ন পাবেন কথা দিচ্ছি আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে কাজ করব।ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে যে ৩১দফা ও দোয়া ইফতার মাহফিলের মত কর্মসূচীর উপর সন্ত্রাসীদের কর্মকান্ড সাধারণ মানুষ মেনে নেবে না।
মানববন্ধনে অন্যান্যদের মধ্য উপজেলা বিএনপির সদস্য মহসিন আলী শাহ, খাইরুল আলম, সাবেক জেলা পরিষদের সদস্য ও জেলা যুব দলের শাহরিয়ার জামান শাহ (নিপুণ), উপজেলা বিএনপির সদস্য ও খামার পাড়া ইউনিয়ন চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য আজিজার রহমান শাহ, জাহিদুর রহমান, আবুল জলিল শাহ, ডা: গোলাম মোস্তফা, আব্দুল হাই শাহ, জিয়া পরিষদের আহŸায়ক রাশেদুল, আসাদুজ্জামান সবুজ আহবায়ক মৎস্য জীবিদল, আব্দুর রউফ আহবায়ক উপজেলা ছাত্রদল, গোলাম কিবরিয়া জিহাদ আহবায়ক ইউনিয়ন বিএনপির, ছাত্রদল, বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।