বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আসর দিনাজপুর মেডিকেল কলেজের ১নং লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ড্যাব দিনাজপুর জেলা শাখার আহবায়ক ডাঃ মোঃ হাফিজুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্যাব জেলা শাখার সদস্য সচিব ডাঃ মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সেখ মোঃ সাদেক আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদল মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাঃ মোঃ নুরুজ্জামান সরকার।
আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল মাহফিলে ড্যাব দিনাজপুর জেলা শাখার সদস্য ডাঃ জাহানারা বেগম মুন্নি, ডাঃ আফম মোস্তফা সরকার, ডাঃ ডাঃ রফিকুল ইসলাম, ডাঃ বুলন্দ আক্তার টগর, ডাঃ শফিকুল ইসলাম, ডাঃ সারোয়ার মোর্শেদ, ডাঃ মশিউর রহমান, ডাঃ আহসানুল কবির, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ ফজলুর রহমান, দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আসিফ ফেরদৌস, ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাঃ রইচ উদ্দীন আহমেদ, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি ডাঃ মোঃ আহসান আলী সরকার বকুল,মেডিকেল হাসপাতালের চিকিৎসকবৃন্দ, কলেজের শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী, দিনাজপুর নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনাসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন ইনটার্ণ চিকিৎসক পরিষদ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি ডাঃ মোঃ হাদিউজ্জামান সেতু।
এর আগে ড্যাব দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া গরিব অসহায় রোগি ও তাদের স্বজনদের মাঝে ইফতারসামগ্রি বিতরণ করেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সেখ মোঃ সাদেক আলী। এসময় ড্যাব দিনাজপুর জেলা শাখার আহবায়ক ডাঃ হাফিজুল ইসলাম, সদস্য সচিব ডাঃ মোঃ জিয়াউল হকসহ ড্যাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।