শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গত তিন মাসে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১১, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\গত মৌসূমে আলুর দাম বেশি থাকায় এবার অনেক বেশি জমিতে আলুর আবাদ হয়েছে পঞ্চগড়ে। তবে আলু ওঠার পর চাহিদার চেয়ে যোগান বেশি থাকায় আলু থাকায় দাম কমতে শুরু করে। তবে মৌসূম শেষ আর বিদেশে রফতানি হওয়ার কারণে ইদানিং আলুর দাম বাড়তে শুরু করেছে। দেশে এবার প্রয়োজনের তুলনায় বেশি আলু উৎপাদন হওয়ায় আলু রফতানি হচ্ছে বন্ধুপ্রতিম দেশ নেপালে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে আলু রফতানি শুরু হয়। গত মঙ্গলবার (৮ এপ্রিল) পর্যন্ত এই বন্দর দিয়ে তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু নেপালে রফতানি করা হয়েছে বলে বাংলাবান্ধা স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র থেকে জানা গেছে। সর্বশেষ গত রবি, সোম ও মঙ্গলবার এই বন্দর দিয়ে ৮১৫ মেট্রিক টন এস্টারিক আলু নেপালে পাঠানো হয়। আলুগুলো রপ্তানি করছে থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টার প্রাইজ, স্বাধীন এন্টার প্রাইজ ও ক্রসেস অ্যাগ্রো নামে চারটি রফতানিকারক প্রতিষ্ঠান।
পপঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন জানান, রফতানিকারক চারটি প্রতিষ্ঠান রংপুর, দিনাজপুর, পঞ্চগয় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে পাঠায়। সর্বশেষ গত মঙ্গলবার এই বন্দর দিয়ে ৩১৫ মেট্রিক টন আলু নেপালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান চলতি বছরের জানুয়ারি থেকে মঙ্গলববার (৮ এপ্রিল) পর্যন্ত মোট ৩ হাজার ১৫০ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে নেপালে। রপ্তানি করা আলুগুলো বন্দর ইয়ার্ডে ঢুকলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার পর নেপালে পাঠানোর ছাড়পত্র দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও