শুক্রবার , ৯ মে ২০২৫ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রায় ১৫০ বছরের প্রতিষ্ঠানে কালী প্রতিমা তৈরি শেষ,চলছে রং-তুলির আঁচড়

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ৯, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ

খানসামা(দিনাজপুর) প্রতিনিধি:হাতে আর মাত্র কয়েকটা দিন,একেবারেই দোরগোড়ায় এসেছে প্রায় ১৫০ বছরের প্রতিষ্ঠানে খানসামা উপজেলার ঐতিহ্যবাহী পাকেরহাট ঝাপুড়াবট বুড়ির জাত কালী পূজা মÐপে হিন্দুদের অন্যতম উৎসব কালী পূজা।পরম যতেœ শেষ মুহুর্তে প্রতিমা তৈরিতে ব্যাস্ত মৃৎশিল্পীরা।প্রতিমা ঘষামাজা কাজ শেষ। চলছে রং-তুলির আঁচড়ে রাঙিয়ে তোলার কাজ।
বৃহস্পতিবার দেখা যায়,খানসামা উপজেলার আঙ্গারপাড়া ও গোয়ালডিহি ইউনিয়নের শেষ সিমান্তে পাকেরহাট আদর্শ গ্রামে ১৩০১ বাংলা সালে স্থাপিত ঐতিহ্য বাহী এই প্রতিষ্ঠানটিতে ২জন মৃৎশিল্পী দিনব্যাপী কাজ করে গড়ে তুলছেন শিব কালী (বড় কালী),ভদ্রাকালী,বুড়ি ও শীতলা দেবী,মাশান ও শ্মশান কালী প্রতিমা।প্রতিমাগুলো ঘষামাজা কাজ শেষ,চলছে রং-তুলির আঁচড়ে রাঙিয়ে তোলার কাজ।তাদের সুনিপুণ কারুকাজে যেন প্রাণবন্ত হয়ে উঠেছে প্রতিমাগুলো।
জানা যায়, প্রতিবছর ও প্রতিবারের মতো এবারো আগামী শনিবার রাতে কালী মায়ের পূজা শুরু।পূজা উপলক্ষে রবিবার দিনব্যাপী চলবে হাঁটি/মেলা।ঢাক,ঢোল আর সানাইএর বাজনার তালে তালে পাতা পড়া উৎসব।সকাল থেকে চলবে ভক্তবৃন্দের মনোবাঞ্ছনায় পূরণের পূজা,যার মনোবাঞ্ছনায় ইতিপূর্বে পূরণ হয়েছে তারা কেউ দিবে পাঠা,কবুতর ও কলা দিতে লাগবে মন্দিরে ঠেলাঠেলি,এরপর হবে পাঠা বলিদান শেষে সন্ধার পরে হবে পাঠার মাথা ও কবুতর বিক্রি ডাক। আবার এ প্রতিষ্ঠানে আঠারা হাটি/মেলা (এক সপ্তাহ পর) হয়ে থাকে। আগামী রবিবার মেলাটি অনুষ্ঠিত হবে। এদিনটিও ঐদিনের মতোই হয়।মেলায় পূজারী দোকান,বাহারি রঙের তৈজসপত্র,বিভিন্ন খাবারের দোকান সহ আকর্ষণীয় সব জিনিস পত্রের দোকান বসে।এ মেলাটি অনেক সুনামধন্য। এখানে বিভিন্ন জেলা উপজেলার হাজারো ভক্তবৃন্দ ও দর্শনার্থী হয়ে থাকে।
প্রতিমা তৈরির মৃৎশিল্পী কমল চন্দ্র পাল বলেন,প্রতিমা তৈরির কাজ শেষ।এখন রং-তুলির আঁচড়ে রাঙিয়ে তোলার কাজ চলছে।সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে দিতে হবে।তবে যে দামে (১০ হাজার টাকা) প্রতিমা তৈরির কাজ নেওয়া হয়েছে।প্রতিমা তৈরিতে ব্যবহৃত মাটির দাম বেশি হওয়ায় ও রঙ সহ বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধিতে কাঙ্ক্ষিত মুনাফা পাচ্ছিনা।
ঐতিহ্যবাহী পাকেরহাট ঝাপুড়াবট দুর্গা,কালী মন্ডপ ও হরিবাসর কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল রায় জানান,এই ঐতিহ্য বাহী প্রতিষ্ঠানটি বাব দাদার আমলের গড়া।প্রায় ১৫০ বছর হচ্ছে।আমরা ছোট থেকে দেখে আসছি এখানে কালী মায়ের প্রতিমা তৈরিতে জাঁকজমকপূর্ণ ভাবে পূজা হয় এবং পূজা উপলক্ষে হাঁটি/মেলা হয়।এখন তারা আমাদের কাছে দায়িত্ব দিয়েছে।আমরাও জাঁকজমকপূর্ণ ভাবে ও শান্তিপূর্ণ ভাবে পূজা করে আসছি।এবারো সুন্দর মুহুর্তে ও সুশৃঙ্খল ভাবে পূজা করার লক্ষ্যে কালী মায়ের প্রতিমা তৈরি সম্পন্ন হচ্ছে।মৃৎশিল্পীরা পুজোর একদিন আগে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।এখানে দুর দুরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ মনের বাসনা পূরণে আসে।যাদের মনের বাসনা পূর্ণ হয় তারা সেগুলো দিয়ে থাকে।দিনে দিনে আমাদের এখানে কালী মায়ের ভক্তবৃন্দ বেড়ে চলেছে।এ মন্দিরের পুরো মাঠ জুড়ে হরেক রকমের দোকান পাঠে ভরে যায়।এখানে হাজারো দর্শনার্থীর ভিড় হয়ে থাকে।প্রতিবারের ন্যায় এবারো এ হাটি/মেলাটি সফলে সকলের সহযোগিতা চাচ্ছি।মেলায় আশার আমন্ত্রণ জানাচ্ছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যার চেষ্টার অভিযোগে দিনাজপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৫৯জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বিষয়ে তরুনীদের সাথে মতবিনিময় সভা

ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি

বোচাগঞ্জে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও কম্বল বিতরণ

ঠাকুরগাঁও পৌরসভার প্রথম নারী মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার ২ বছরের সফলতার গল্প ও অভিজ্ঞতা

পঞ্চগড়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত

স্কাউটস দিনাজপুরের নির্বাহী কমিটির সভা ও জেলা রোভারের সাধারণ সভা

ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পায়ে হেঁটে চার রোভারের দেড়’শ কিলোমিটার পরিভ্রমণকালে বীরগঞ্জে গণ সংবর্ধণা

ইনার হুইল ক্লাব অব দিনাজপুর অফিস পরিদর্শন