শনিবার , ১৭ মে ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে মুঠোফোন চু’রির স’ন্দেহে শিশুকে মা’রধর করে বস্তা’ব’ন্দী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ১৭, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ

দিনাজপুর সদর উপজেলায় মুঠোফোন চুরির সন্দেহে এক শিশুকে মারধর করে বস্তাবন্দী করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ১টার দিকে উপজেলার শশরা ইউনিয়নের সাহেবগঞ্জ হাটের পশ্চিমে গাবুড়া নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আইহাই গ্রামের খাদিমুল ইসলাম (৩৮) ও তাঁর ভাতিজা নুর হাবীব নয়ন (২০)। মারধরের শিকার শিশুটির (১৪) বাড়ি একই এলাকায়। সে পড়ালেখার পাশাপাশি রাজমিস্ত্রির জোগালির কাজ করে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার বেলা ১টার দিকে গাবুড়া নদীর পাড়ে দুই ব্যক্তিকে একটি শিশুকে মারধর করতে দেখা যায়। পরে শিশুটিকে একটি চটের বস্তায় ঢুকিয়ে মুখ বন্ধ করে নদীতে ফেলে দেন তাঁরা। বিষয়টি দেখে আবদুল জব্বার নামের এক ব্যক্তি চিৎকার করলে লোকজন এসে শিশুটিকে উদ্ধার করেন। এসময় ওই দুই ব্যক্তিকে ধরে মারধর করা হয়। পরে ৯৯৯ এ ফোন পেয়ে বেলা ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে।
শিশুটির বাবা বলেন, গত শনিবার সন্ধ্যায় কমলপুর বাজারের একটি মুদিদোকান থেকে নুর হাবীবের একটি স্মার্টফোন হারিয়ে যায়। ওই সময় তাঁর ছেলে ওই দোকানে গিয়েছিল। পরে মুঠোফোন চুরির বিষয়ে তাঁর ছেলেকে সন্দেহ করা হয়। কিন্তু সে বিষয়টি অস্বীকার করে। বুধবার বেলা ১১টায় তাঁর ছেলে টেম্পোতে করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ছালাপুকুর এলাকায় নয়ন ও তাঁর চাচা খাদিমুল তাঁর ছেলের পথ রোধ করেন। পরে তাঁর ছেলেকে টেম্পো থেকে নামিয়ে মোটরসাইকেলে তুলে নেন তাঁরা। বিভিন্ন এলাকা ঘুরে তাঁরা তাঁর ছেলেকে নিয়ে যান নদীর ঘাটে। সেখানে তাকে মারধর করে বস্তাবন্দী করে নদীতে ফেলে দেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, চুরির সন্দেহে শিশুটিকে মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। বর্তমানে শিশুটি সুস্থ আছে। অভিযুক্ত দুই ব্যক্তিকে স্থানীয়রা মারধর করেছেন। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁদের থানাহাজতে রাখা হয়। এঘটনায় শিশুটিকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় প্রার্থীরা

​২০২১ সালে বিশ্বে সাংবাদিক গ্রেপ্তারে রেকর্ড

ঘোড়াঘাটে মহান স্বাধীনতা দিবস পালিত

তিনদিনের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে লেবু ও খিরা

পীরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা ঃ আটক ৪

ঠাকুরগাঁওয়ে সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসে মৃত্যুহার কমিয়ে আনতে হবে — রমেশ চন্দ্র সেন এমপি

রাজপথেই আন্দোলনের মাধ্যমে বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র অগ্নিসন্ত্রাস সম্মিলিতভাবে প্রতিহত করা হবে —আলতাফুজ্জামান মিতা

বোচাগঞ্জে কম্বল বিতরণ

দেশের মানুষ বুঝতে পেরেছে একমাত্র আওয়ামী লীগ সরকারই উন্নয়ন করে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে খেলার মাঠ উদ্ধারের দাবীতে স্বারকলিপি