শুক্রবার , ১৩ জুন ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাণের টানে, বন্ধুত্বের মেলবন্ধনে মিলনমেলা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ১৩, ২০২৫ ১০:০৬ পূর্বাহ্ণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ ব্যাপক উৎসাহ উদ্দীপনা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার এসএসসি-৯৪ ও এইচএসসি-৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা সিগনেচার-৯৪ বন্ধু সম্মিলন অনুষ্ঠিত।
বুধবার দিনব্যাপী দিনাজপুরের দ্যা গ্রান্ড এন্ড দাদু বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই দিনব্যাপী ব্যতিক্রমী আয়োজন।
শতাধিক বন্ধু এবং তাঁদের পরিবারবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিণত হয় এক আনন্দময় মিলনস্থলে। সকালে নাশতা দিয়ে শুরু হয়ে একে একে জমে ওঠে খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, হাস্যরস, স্মৃতিচারণ আর প্রাণখোলা আড্ডার আসর।
অনেকেই দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করে আপ্লæত হন। কারও সঙ্গে স্ত্রী-সন্তান, আবার কেউ একাই এসেছেন, তবুও সবার মুখেই ছিল বন্ধুত্বের উচ্ছ¡াস আর স্মৃতির আলোয় ভেজা চোখ।
এই মিলন মেলায় এক বন্ধু আবেগ ধরে রাখতে না পেরে বলেন,আমি একা এসেছিলাম, পরিবার নিয়ে আসতে পারিনি। কিন্তু দাদু বাড়ির পরিবেশ আর বন্ধুদের আন্তরিকতা আমাকে মুহূর্তেই ফিরে নিয়ে গেছে সেই স্কুল জীবনে।
বাচ্চাদের আনন্দ দিতে আয়োজন ছিল ‘বালতিতে বল নিক্ষেপ’ প্রতিযোগিতা, যেখানে বড়রাও অংশ নিয়ে শিশুদের মতো মজা করেন। এ ছাড়া চলতে থাকে গান, কবিতা, গজল, অভিনয়, কৌতুক এবং উন্মুক্ত নৃত্য পরিবেশনা—সব মিলিয়ে যেন ছিল এক সম্পূর্ণ সাংস্কৃতিক উৎসব।
এই মিলন মেলার আয়োজনের নেপথ্যে ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ, সভাপতি মোঃ শামীম আকতার (সজীব), সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ (কাঞ্চন), সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ। তাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় এ আয়োজন হয়ে ওঠে বন্ধুত্বের এক অনন্য উদাহরণ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়,বন্ধুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর ভালোবাসায় এই মিলনমেলা সার্থক হয়েছে। আগামী দিনে আরও বড় পরিসরে,আরও আনন্দঘন পরিবেশে আবার দেখা হবে, ইনশাআল্লাহ।
সিগনেচার-৯৪ বন্ধু সম্মিলন কেবল একটি অনুষ্ঠান নয়,এটি ছিল স্মৃতির টান,ভালোবাসার বন্ধন এবং ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণার দিন।বন্ধুত্ব যে কেবল অতীতের নয়-তা আজকের এই মিলনমেলাই প্রমাণ করল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের মোহনপুর ইউপি চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মনিরুল ইসলাম মানিক

হরিপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

বোচাগঞ্জে হা-ডু-ডু টুর্ণামেন্ট উদ্বোধন খেলায় উপচেপড়া ভীড়

বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির জাতীয় শোক সভা

বোচাগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ম্যানেজিং কমিটির কোন প্রয়োজন নেই ?

ম্যানেজিং কমিটির কোন প্রয়োজন নেই ?

হরিপুরের ডাঙ্গীপাড়া ইউনিয়নে এবার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই-ফইজুর রহমান কাদেরীকে

দিনাজপুরে সাংবাদিকদের সাথে জেলা জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

প্রচেষ্টা ব্লাড ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জেলা আওয়ামী লীগের নবাগতদের হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের শুভেচ্ছা