চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুর-দিনাজপুর রেলওয়ে রুটের চিরিরবন্দরে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যুু হয়েছে। এ দুর্ঘটনা দুইটি গতকাল ২০ জুন শুক্রবার চিরিরবন্দর রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম এলাকায় ঘটেছে। মৃতরা হলেন-উপজেলার অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের শাহপাড়ার আফজাল হোসেনের স্ত্রী আঞ্জুমান আরা (৬৫) ও একই উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের সাঁইতাড়া গ্রামের গফুর শাহপাড়ার এন্তাজুল হকের ছেলে জিয়াবুর রহমান (৪০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আনুমানিক সকাল পৌঁণে ১০টায় পার্বতীপুর থেকে দিনাজপুরগামী দোলনচাঁপা ট্রেনের নিচে আঞ্জুমান আরা নামে এক বৃদ্ধা ঝাঁপ দেয়। এতে তাঁর মাথা দ্বি-খন্ডিত হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও তাঁর পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করেন। আঞ্জুমান আরা (৬৫) উপজেলার অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের শাহপাড়ার আফজাল হোসেনের স্ত্রী।
অপরদিকে, একইদিনে একই রেল স্টেশনে দুপুর ১২টায় দিনাজপুর থেকে পার্বতীপুরগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় ট্রেনের নিচে কাটা পড়ে জিয়াবুর রহমান নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। জিয়াবুর রহমান (৪০)উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের সাঁইতাড়া গ্রামের গফুর শাহপাড়ার এন্তাজুল হকের ছেলে।
চিরিরবন্দর রেল স্টেশন মাস্টার মো. শাহিন ইসলাম ঘটনা দুইটির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয় দুইটি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
দিনাজপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস আই রায়হান আলী জানান, পরিবারের আপত্তি ও অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিত ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুইটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।