বৃহস্পতিবার , ৭ জুলাই ২০২২ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইদ উপলক্ষে উর্বশী ফোরাম-এর বিশেষ দুটি গান মুক্তি পাচ্ছে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ৭, ২০২২ ১০:৩৫ অপরাহ্ণ

ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা, সুর সবকিছুর বিবেচনায় উর্বশী ফোরাম-এর প্রতিটি গান উৎকৃষ্ট মানের। জানা গেছে, এই গ্রুপটি প্রতিটি গান অনেকগুলো পর্যায়ে যাচাই-বাছাই করে তারপর দর্শকদের জন্য উন্মুক্ত করে। এজন্য মানহীন কোনো কিছু এই চ্যানেল থেকে রিলিজ হয় না।
দর্শকরা কোন গান দেখবেন, কোনটা শুনবেন এটা তাঁদের নিজস্ব ব্যাপার। এসব মাথায় রেখে গান তৈরি করতে গেলে সার্কাস পার্টির ম্যানেজারিয়াল অভিজ্ঞতা থাকতে হবে। হ হা হা। কথাগুলো বলছিলেন, উর্বশী গানের সিঁড়ির প্রধান সমন্বয়ক ড. মো. হারুনুর রশীদ। তিনি একটি উদাহরণ তুলে ধরেন। ধরা যাক, আমরা একটা আঞ্চলিক গান করাব। সেখানে গীতিকার, সুরকার, শিল্পী সবাইকে ওই অঞ্চলের হতে হবে। কারণ এক অঞ্চলের শিল্পী অন্য অঞ্চলের উচ্চারণ ঠিকঠাক টোনে করতে পারবেন না, এটা স্বাভাবিক। আমরা প্রতিটি গানে উচ্চারণ, শব্দচয়নে সর্বাধিক নির্ভুলতা রক্ষার চেষ্টা করছি। এখানে আমরা জনপ্রিয়তা মাথায় নেব না। গান রেকর্ডের সময় আমরা কোনোভাবেই বেসুরা, বোধহীন মিউজিক নেব না।
ইদ উপলক্ষে উর্বশী ফোরাম রিলিজ দিতে যাচ্ছে উর্বশী গানের সিঁড়ির সিজন-২এর বিশেষ দুটি গান। প্রথমটি মুক্ত হচ্ছে ০৮ জুলাই শুক্রবার বেলা ১১টায়। গানের শিরোনাম- কংসপাড়ের কইন্যা। গানটি গেয়েছেন পলাশ লোহ এবং শারমিন আক্তার। গীতিকার- মাহবুবা ফারুক, সুরকার-পলাশ লোহ এবং মিউজিক কম্পোজার- আহমেদ কিসলু। গানটি পালাধরনের। গ্রামীণ রঙ্গতামাশা ও প্রেমলীলা গানটির মূল উদ্দেশ্য।
দ্বিতীয় গানটি মুক্ত হবে ইদের পরদিন অর্থাৎ ১২ জুলাই সোমবার বেলা ১১টায়। এই গানটি গাইছেন বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা ফাতিমা-তুয-যাহরা ঐশী। গানটির শিরোনাম- রসিক চোরা। এই গানের গীতিকার- ড. মো. হারুনুর রশীদ, সুরকার-বুলবুল আনাম এবং মিউজিক করেছেন এএইচ তূর্য। এই গানটি রঙ্গরসিকতার লোকগান।
দুটি গানই দর্শকদের নির্মল সঙ্গীতানন্দ দেবে বলে জানিয়েছেন উর্বশী ফোরাম-এ সংগীত সমন্বয়ক হৃদয় সৈকত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
তেঁতুলিয়ায়  ড্রেজার মেশিনে পাথর উত্তোলনের দায়ে এক ব্যবসায়ী আটক

তেঁতুলিয়ায় ড্রেজার মেশিনে পাথর উত্তোলনের দায়ে এক ব্যবসায়ী আটক

মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে দিনাজপুরে শিক্ষক মহলের মানববন্ধন ও বিক্ষোভ

সা¤প্রদায়িকতার ঘৃণ্য আবর্তে শিক্ষক নির্যাতন জাতির জন্য কলঙ্কময়-এমপি গোপাল

পীরগঞ্জে পাওয়ার টিলারের ধাক্কায় যুবক নিহত-আহত ২

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসাছাত্রীর !

হরিপুরে দুই বিধবা মহিলাকে নিজ অর্থায়নের গৃহ নির্মাণ করে দিলেন উপজেলা চেয়ারম্যান-জিয়াউল হাসান মুকুল

বীরগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য বিভাগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নির্যাতন মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন

পঞ্চগড়ে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ