বুধবার , ২৫ জুন ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে তিন জনের করোনা শনাক্ত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২৫, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ

দিনাজপুরে গত দুইদিনের র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বুধবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বুথে র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এর আগে মঙ্গলবার দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়। এনিয়ে একজন মেডিকেল কলেজের ছাত্রসহ ৩জনের করোনা শরাক্ত হলো।
সিভিল সার্জন অফিস জানায়, রোববার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা শনাক্তের জন্য র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্ট শুরু হয়। গত দুদিন কেউ টেস্ট করতে না আসলেও মঙ্গলবার উপসর্গ নিয়ে আসা ১১জনের টেস্ট করা হয়। টেস্টে দুজনের পজিটিভ পাওয়া যায়। আবার বুধবার ৮জনের শরীরের চেস্ট করা হলে একজনের করোনা শনাক্ত হয়েছে।
দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরিফ জানান, মঙ্গলবার প্রাথমিক রিপোর্টে দুজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। বুধবার আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনাভাইরাস শনাক্তকরণ কীট পর্যাপ্ত রয়েছে। আমরা জনগণকে মাস্ক পরা, হাত ধোয়া ও নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছি।
উল্লেখ্য, দিনাজপুর মেডিকেল কলেজে রোববার থেকে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হবে। পিসিআর মেশিনে এই পরীক্ষা হচ্ছে। প্রাথমিকভাবে ৪০০টি করোনা শনাক্তকরণ কিট পেয়েছে দিনাজপুর মেডিকেল কলেজ। অপরদিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকভাবে ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড এবং ১০টি আইসিইউ বেড প্রস্তুত করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও