বিরল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বিরল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছারের বদলী জনিত কারণে বিদায় সম্বধর্ণা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শেষ কার্য দিবসে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে বিভিন্ন দপ্তরের প্রধান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার কে বিদায় সম্বর্ধণা জানান। এর আগে উপজেলা পরিষদ ও উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে তাকে বিদায় সম্বর্ধণা জানানো হয়। বিসিএস-৩৩ তম ব্যাচের মোছাঃ আফছানা কাওছার গত ০৬ মার্চ ২০২২ তারিখে বিরল উপজেলায় নির্বাহী অফিসার হিসাবে যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি বদলী জনিত কারণে আজ মঙ্গলবার পাশ্ববর্তী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করবেন বলে জানা গেছে।