শুক্রবার , ২৭ জুন ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে জমির সীমানা নিরসনের বৈঠকে মেম্বার কর্তৃক ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত, থানায় মামলা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২৭, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
প্রতিহিংসার আগুনে পুড়ছে প্রতিশোধ নিতে গিয়ে নিজেই মামলার আসামি ইউপি সদস্য আবু হানিফ।

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো: আনিসুর রহমান আনিস এর সাথে ঐ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার আবু হানিফের দীর্ঘদিন থেকে বিরোধ লেগেই আছে মর্মে উভয় পক্ষের সমর্থকদের দাবী এবং এটি বীরগঞ্জের প্রশাসন ও সর্বস্তরের গণমানুষ অবগত।

গত ২ বছর পূর্বে চেয়ারম্যান ও ইউপি সদস্যের চলমান বৈঠকে হাতাহাতি করে এলাকায় ব্যাপক তোলপাড়সহ অস্থিরতা সৃষ্টি করেছিল।

তৎকালীন উপজেলা প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপে শান্তিপূর্ণ আপোষ মীমাংসা করা হলেও প্রতিহিংসার আগুনে জ্বলছে ইউপি সদস্য হানিফ, তাই প্রতিশোধ নেয়ার সুযোগ সন্ধানে দীর্ঘদিন প্রহর গুনছিল তিনি।

গতকাল ২৬ জুন’২৫ সন্ধ্যার পর খলসী বাজার সংলগ্ন ইউপি সদস্য হানিফের বাড়ির আশেপাশে বাবুল ও দুলুর জমিজমা সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য দিনব্যপী জমি পরিমাপের পর উঠান বৈঠক বসে।

সুযোগ সন্ধানী, গণধিকার পরিষদের বহিষ্কৃত উপজেলা সভাপতি ও অনেক পদধারি আবু হানিফ সেখানে ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস কে চলমান বৈঠকে অশ্লীল আশ্রাব্য ভাষায় গালাগাল এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য ধেয়ে এলে চেয়ারম্যানের সমর্থকরা মৃত আনোয়ার হোসেনের ছেলে ফরিদ আলীসহ অনেকের বাঁধার মুখে পিছু হটতে বাধ্য হয়।

উত্তেজিত পরিস্থিতিতে কেবলমাত্র তার ছেলে রাজিব ও স্ত্রী রোজিনা সহ কেউই তার পক্ষ অবলম্বন করে নাই।

ইউপি সদস্য হানিফ এসময় এলাকাবাসীর সহযোগিতায় চেয়ারম্যানকে অবরুদ্ধ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

কিন্তু হানিফ, তার স্ত্রী রোজিনা ও ছেলে রজিবুল চেয়ারম্যানের সমর্থক ফরিদ আলী নামে এক জনকে মারপিট করে তার পকেট থেকে ২৫ হাজার ও ইউপি চেয়ারম্যান কে আটকে রেখে তার পকেটের ৭৫ হাজার টাকা অসৎ উদ্দেশ্যে চুরির ঘটনায় ফরিদ আলী বাদী হয়ে ইউপি সদস্য আবু হানিফ কে প্রধান অভিযুক্ত করে বীরগঞ্জ থানায় মামলা করেছে।

রাতেই পুলিশ অভিযুক্ত হানিফের বাসায় অভিযান চালালেও তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে অভিযুক্ত ইউপি সদস্য হানিফ কে তার বাড়ি ঘেরাও করেছিল মর্মে বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ভাসছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ছুটিতে থাকায় ইন্সপেক্টর তদন্ত শিহাব উদ্দিন দায়িত্ব পালন করছিলেন।

ইউপি আবু হানিফ কর্তৃক আনিস চেয়ারম্যান লাঞ্ছিত ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে শত শত নেতাকর্মী সমর্থক সেখানে হাজির হয়ে তাকে উদ্ধার করে সাথে নিয়ে মিছিল করতে করতে থানা গেটে এসে বিক্ষুব্ধ জনতা ইউপি সদস্য হানিফের বিরুদ্ধে বিভিন্ন প্রকার স্লোগান সহ তাকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন।

উপস্থিত বিপুল সংখ্যক জনতাকে শান্তনা দিয়ে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজওয়ানুল ইসলাম রিজু, ফজলে আলম শাহীন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল জুয়েল,উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, যুবদলে সিনিয়র যুগ্ন আহ্বায়ক,আব্দুল জব্বার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, আরিফ মাসুম পল্লবসহ অন্যান্যরা।

মারপিট ও চুরির ঘটনায় ফরিদ আলী বাদী হয়ে এজাহার করলে মামলা রেকর্ড করা হয়, যার নম্বর ২২.

অভিযুক্ত ইউপি সদস্য আবু হানিফ কে পাওয়া যায়নি তবে তিনি বীরগঞ্জ টিভি নামীয় একটি ফেসবুক পেজে ঘটনার বিষয়ে বর্ণনা দিয়ে ভাইরাল হয়েছেন। বিক্ষুদ্ধ জনতা ও বক্তারা আবু হানিফ নানান অপকর্মের হোতা এবং তার এলাকার মানুষকে অহেতুক হয়রানি করার অভিযোগ করেন।

সে সময় বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন সরকার, ইন্সপেক্টর তদন্ত শিহাব উদ্দিন, এসআই জাহাঙ্গীর বাদশা রনি, এএসআই সিরাজুল আওলাদ সুমন ও সকল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে দৈনিক গণমানুষের আওয়াজের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

দিনাজপুরে বিবিডিএস এর উদ্যোগে দারিদ্রতা বিমোচনে বিনামূল্যে ভ্যানগাড়ী বিতরণ

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ‌

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস পালিত

ঠাকুরগাঁও রুহিয়া আজাদ মেলার উদ্বোধন

‘শেখ হাসিনার সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বালিয়াডাঙ্গীতে ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ২০টি গ্রাম, নারী-শিশুসহ ৩ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে উদ্যোক্তা উন্নয়ন মেলা !

পীরগঞ্জে জাতীয় গণহত্যা দিবসে আলোচনা

সেণ্ট যোসেফস্ স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এর উদ্বোধন