দিনাজপুরে বিবিডিএস এর উদ্যোগে দারিদ্রতা বিমোচনে
বিনামূল্যে ভ্যানগাড়ী বিতরণ অনুষ্ঠানে উপজেলা
সমাজসেবা অফিসার আসাদুজ্জামান আসাদ
বুধবার দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনাজপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ বেকারত্ব দূরীকরণ সমিতি (বিবিডিএস) দিনাজপুর এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) ঢাকার সহযোগিতায় দারিদ্রতা বিমোচনে ভ্যান বিতরণ কর্মসূচীর উদ্বোধণ করেছেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ।
বাংলাদেশ বেকারত্ব দূরীকরণ সমিতি (বিবিডিএস) দিনাজপুর এর নির্বাহী পরিচালক ডিএসএম মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে বিনামূল্যে হতদরিদ্র, অসহায় কর্মহীন মানুষের উন্নয়নে একটি করে নতুন ভ্যানগাড়ী, ১ কেজি সোয়াবিন তেল, ১ কেজি মশুর ডাল মোট ১২ জনের মাঝে বিতরণ করা হয়। ভ্যান ও রান্না সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জার্জিস সোহেল। বিনামূল্যে ভ্যান ও রান্না সামগ্রী বিতরণ করতে গিয়ে প্রধান অতিথি উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ে দারিদ্র বিমোচনের জন্য যথেষ্ট ভূমিকা রাখছে। বিবিডিএস এর মতো অসংখ্য বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোর মাধ্যমে কাজ করে যাচ্ছে। এতে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটছে। বর্তমান সরকার “স্মার্ট বাংলাদেশ গড়তে কাউকে পিছনে ফেলে নয় সবাইকে সাথে নিয়ে” এগিয়ে যেতে হবে।