সোমবার , ৫ এপ্রিল ২০২১ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ছাই ২২টি ঘড়বাড়ি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ৫, ২০২১ ১০:১৯ অপরাহ্ণ

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে আগুনে পুড়ে ৯টি পরিবারের ২২টি ঘড়বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার রাতে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের চমেশ্বরী গ্রামে আব্দুল হাইয়ের বাসার রান্নাঘর থেকে এই আগুনের ঘটনাটি ঘটে।

এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইতিমধ্যে শুকনো খাবার ও কম্বল দিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

ক্ষতিগ্রস্থ পরিবারের স্বজনেরা বলেন,রাতে খাবার পরে সকলে ঘুমিয়ে পড়ে সকলে। হঠাৎ করেই আব্দুল হাইয়ের বাসার রান্নাঘর থেকে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুনটি ছড়িয়ে গিয়ে সকলের বাসায় লেগে যায়। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত