বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে শীতের কুয়াশার দেখা মিলছে শ্রাবণে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২৪, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ

পঞ্চগড়\শীতকালে কুয়াশা ঝড়বে এটাই স্বাভাবিক। কিন্তু শ্রাবণে এসে সেই কুয়াশায় ঢেকে থাকবে পথ-ঘাট এটা অনেকে মানতেই চাইবে না। না মানলে কি হবে এমন বাস্তবতা দেখা গেছে উত্তরের হিমালয় কন্যা খ্যাত জেলা পঞ্চগড়ে। গত মঙ্গলবার রাত থেকে হালকা কুয়াশা নজরে এলেও রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে কুয়াশার দাপট। মাঝারী কুয়াশায় ঢেকে যেতে থাকে মাঠ-ঘাট-পান্তর। গতকাল বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত সড়ক-মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। তবে আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেড়ে যাওয়া এবং জলীয় বাষ্প ঘনিভ‚ত হয়ে ক্ষুদ্র জলকণা কুয়াশা হিসেবে দেখা দিয়েছে।
কয়েকদিন ধরে বৃষ্টি নেই পঞ্চগড়ে। মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির দেখা মিলছে না। ভ্যাসপা গরমে ত্রাহি অবস্থা সাধারণ মানুষের। এরই মধ্যে বুধবার রাত ১০টার পর থেকে ধোঁয়ার মত কুয়াশা দেখা যায়। মধ্যরাতের মধ্যে পুরো দৃশ্যমান হয় কুয়াশা। রাত বাড়ার সাথে সাথে হালকা কুয়াশা হয়ে যায় মাঝারী। ভোরের দিকে দেখা যায় মাঝারী কুয়াশায় দিগন্তজুঁড়ে ঢেকে আছে। এ অবস্থা দৃশ্যমান হয় সূর্যোদয়ের অনেক পর পর্যন্ত। সকালের কুয়াশায় ঘাস ও গাছের ডগায় শিশির বিন্দুর মত জমে শীতকালের আবহ সৃষ্টি করে। যা দেখে অবাক হয়েছেন পঞ্চগড়ের মানুষরা। সেই সঙ্গে অন্যরকম সকাল উপভোগ করেছেন তারা। বেলা বাড়ার সাথে সাথে তপ্ত ঝলমলে রোদে মিলিয়ে যেতে শুরু করে কুয়াশা।
জেলা সদরের বায়তুন নুর জামে মসজিদের মুয়াজ্জিন ফজর আলী পিন্টু বলেন, ভোরে ঘুম থেকে উঠে দেখি অবাক কান্ড। চারপাশ কুয়াশায় ঢেকে আছে। মনে হচ্ছে শীতকালের মধ্যেই রয়েছি। কিন্তু ভ্যাসপা গরম মনে করিয়ে দিচ্ছে এখন বর্ষাকাল। কুয়াশার মধ্যেই বাড়ি থেকে বের হয়ে হেটে মসজিদে গিয়ে ফজরের নামাজের আজান দেই।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, মৌসূমী বায়ু অতিরিক্ত সক্রিয় থাকায় এবং বায়ুমন্ডলে ধুলিকনার পরিমান বেড়ে যাওয়ায় জলীয় বাষ্প ঘনিভ‚ত হয়ে ক্ষুদ্র জলকণা কুয়াশার মত ঝড়ছে। অনেক জায়গার তা বৃষ্টির মত পড়েছে। তবে তা রেকর্ড করার মত নয়। তিনি আরও জানান, মৌসূমী বায়ু সক্রিয় হতে শুরু করেছে। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহ এবং আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সংবাদ সম্মেলনে অভিযোগ স্ত্রী মনিরা কর্তৃক স্বামী গোলাম কিবরিয়া পারিবারিক নির্যাতন ও সহিংসতার শিকার

বোচাগঞ্জ হাসপাতালে চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী প্রদান করলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

ঠাকুরগাঁওয়ে উদ্ভাবন ও জিআই পণ্যের মেধাসম্পদ সুরাক্ষা বিষয়ক সেমিনার

কোভিড-১৯ টিকা কর্মসূচীকে সাফল করতে ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ সংস্থার নানামূখী কার্যক্রম

পীরগঞ্জে আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

বীরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার প্রস্তুত: ৩৭০ ভূমিহীন পরিবার পাচ্ছে স্বপ্নের ঘর

অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের দাবীতে হাবিপ্রবি কর্মকর্তাদের মানববন্ধন

জেলার শ্রেষ্ঠ কৃষক পয়গাম আলীকে রাণীশংকৈল কৃষি কর্মকর্তা কর্তৃক সংবর্ধনা

ঘোড়াঘাটে দীর্ঘদিন থেকে বাড়ি ছাড়া এক অসহায় পরিবার

বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্ত লোকজনের মানববন্ধন ও আলটিমেটাম