বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া খনিতে আউটসোর্সিং কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবী ১০ দিনের মধ্যে দাবী না মানলে রাজপথ-রেলপথ অবরোধের হুশিয়ারী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২৪, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি ২৭৬ জন আউটসোর্সিং কর্মচারী তাদের চাকুরী স্থায়ী করণে ১০ দিন সময় বেঁধে দিয়েছে খনি কর্তৃপক্ষকে। এর মধ্যে স্থায়ী নিয়োগ সম্পন্ন না হলে রাজপথ রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন তারা।
বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় খনির প্রধান গেটের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই হুশিয়ারী দেন বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেড এর আউটসোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বড়পুকুরিয়া কয়লাখনি নিজস্ব জনবল কাঠামো দ্বারা পরিচালিত স্বায়ত্তশাসিত একটি লাভ জনক প্রতিষ্ঠান। খনির শুরু থেকে মাষ্টাররোল, ক্যাজুয়েল হিসেবে ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত নিয়োগকৃত শ্রমিকদেরকে স্থায়ী নিয়োগ দেয়ার কথা দিয়েছিলো কর্তৃপক্ষ। পরবর্তীতে স্থায়ী নিয়োগ না দিয়ে তাদেরকে আউটসোর্সিংয়ের মাধ্যমে বেতন ভাতা দেয়া শুরু করে। বর্তমানে এই জনবলের সংখ্যা ২৭৬জন। এর মাঝে ২০০৮ সালে কিছু কর্মচারী স্থায়ী নিয়োগ হলেও ২০০৯ থেকে ২০২৫ পর্যন্ত কোন কর্মচারীকে স্থায়ী নিয়োগ দেয়া হয়নি। অথচ এই সময়ে ৪ বার কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। বর্তমানে ১৫৪ জন স্থায়ী কর্মকর্তা থাকলেও কর্মচারী রয়েছেন মাত্র ২২ জন।
তিনি আরও বলেন, খনির জনবল কাঠামো অনুযায়ী ২হাজার ৬৭৪ জনবল কাজ করার কথা থাকলেও ২০১৬ সালে কাঠামো সংশোধন করে জনবলের সংখ্যা ৯১২ জন করা হয়। খনির স্থায়ী কর্মকর্তা কর্মচারীরা প্রোফিট বোনাস, ফেস বোনাস, ঈদ বোনাস, ইনসেন্টিভ বোনাস, ইনক্রিমেন্ট বোনাস, মাইনিং ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, লান্স সাবসিটি, শ্রান্ত বিনোদন ভাতা পেলেও আউটসোর্সিং এ কর্মরত ২৭৬জন কর্মচারী স্থায়ী না হওয়ার কারনে তাদের ভাগ্যে জুটেনা এসবের কিছুই।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেও কোন সুরাহা করতে পারিনি। দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে আমাদের ধৈর্যের বাধ ভেঙে গেছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে স্থায়ী নিয়োগ না দিলে রাজপথ রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচী দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, কামরুজ্জামান, রবিউল ইসলাম, মেনহাজুল ইসলাম, আলমগীর হোসেন, হেলাল উদ্দিনসহ আউটসোর্সিংয়ে কর্মরত কর্মচারীরা। সংবাদ সম্মেলন শেষে বিক্ষুব্ধ কর্মচারীরা খনির প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামা থানা পরিদর্শনে পুলিশ সুপার

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি যথার্থ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নদীর মাছ কিনতে কাড়াকাড়ি, ক্রেতারা বাড়ালো দাম!

হরিপুরে সময়ের আগেই স্কুল ছুটির ঘটনায় প্রধান শিক্ষককে শোকজ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

টেক্সটাইল ইনস্টিটিউট দিনাজপুরে “চতুর্থ শিল্প বিপ্লব: আমাদের প্রস্তুতি” শীর্ষক সেমিনার

পীরগঞ্জে নৌকা প্রতিকে নির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান

বালিয়াডাঙ্গীতে আউট অব চিলড্রেন এডুকেশন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ বণিক সরকরি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া

ডিস লাইনে সেটাপবক্স বাতিল দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও স্বারকলিপি