বৃহস্পতিবার দিনাজপুর একাডেমি স্কুল প্রাঙ্গণে “আপনার সাথে সবুজের পথে” শ্লোগানে এনসিসি ব্যাংক পিএলসি’র আয়োজনে “এনসিসি নিসর্গ” (বৃক্ষরোপন কর্মসূচী) এবং বাংলাদেশ ব্যাংক আর্থিক অন্তরভুক্তির আওতায় “এনসিসি স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি এনসিসি ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাকির আনাম।
বিশেষ অতিথি ছিলেন সাস্টেইনেবল ব্যাংকিং ডিভিশনের প্রধান নিঘাত মুমতাজ এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেল-এর প্রধান মোঃ আনিসুর রহমান মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন এনসিসি ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার শাখা প্রধান মোঃ কামাল হোসেন। এছাড়া অনুষ্ঠানে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেকসহ স্কুলের শিক্ষক এবং শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এনসিসি ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাকির আনাম উক্ত স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা এবং এনসিসি স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনের আওতায় জ্যামিতি বক্স, খাতা-কলম বিতরণ করেন।