রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে ঘোড়াবান্দ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৩, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ
বীরগঞ্জে ঘোড়াবান্দ উচ্চ বিদ্যালয়ের  নবনির্মিত ভবন উদ্বোধন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ সরকারের পাশাপাশি দেশের শিক্ষাখাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বেসরকারী সাহয্যে সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বিশেষ করে শিশুদের শিক্ষা ও মেধা বিকাশ এবং আত্মসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে সংস্থাটি। তাদের এসব উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতায় ৭৮লক্ষ ৩৬হাজার ৮১টাকা ব্যায়ে দিনাজপুরের বীরগঞ্জে ঘোড়াবান্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আসবাবপত্রসহ একটি নতুন ভবন নির্মান করে দিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি।
রবিবার দুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়।
ঘোড়াবান্দ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রাজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলী শাহ, পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তহিদুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারি এরিয়া কো-অর্ডিনেশন সিনিয়র ম্যানেজার অনুক‚ল চন্দ্র বর্মণ, বীরগঞ্জ এপি ম্যানেজান রবার্ট কমল সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবর রহমান, শিক্ষার্থী মিম আক্তার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিক্ষাই জাতির মেরুদÐ। একটি সুশিক্ষিত জাতিই পারে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে। এই নতুন ভবনটি শিক্ষার্থীদের জন্য শিক্ষার একটি সুষ্ঠু পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” “নতুন ভবনটি শুধু একটি ইমারত নয়, এটি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের একটি আশ্রয়স্থল। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ভবনটি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং তাদের মেধার বিকাশে সহায়ক হবে।” শিক্ষিত তরুণ সমাজ মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাÐ থেকে দূরে থাকবে এবং সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে।”
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মতো প্রতিষ্ঠান যখন শিক্ষার প্রসারে এগিয়ে আসে, তখন সরকারি প্রচেষ্টার সঙ্গে তা এক নতুন গতি পায়। বক্তারা সকলেই এই নতুন ভবনটিকে এলাকার শিক্ষার উন্নয়নে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন এবং আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে ঘোড়াবান্দ উচ্চ বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা, ওয়ার্ল্ড বাংলাদেশ বীরগঞ্জ এপির কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও