মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে পরিবহন সংকট ১৩ টির মধ্যে ৮টি বাসই অচল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৫, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ১৩টি বাসের মধ্যে ৮টি বাসই নষ্ট হয়ে পড়ে রয়েছে। ভালো থাকা অবশিষ্ট ৫টি বাস এবং ২টি বিআরটিসি দ্বিতলবাস দিয়েই বর্তমানে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে শহরের বিভিন্ন পয়েন্টে যাতায়াত করছে। প্রায় বারো হাজার শিক্ষার্থীর জন্য মাত্র ৭ টি বাস চলমান থাকায় বাসে নিয়মিত যাতায়াত করা শিক্ষার্থীরা পড়েছেন তীব্র ভোগান্তিতে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২হাজার শিক্ষার্থীর বড় একটা অংশ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের কারণে দিনাজপুর কলেজ মোড়, সুইহারী, চৌরঙ্গী এলাকার বিভিন্ন মেসে অবস্থান করে। কেউ কেউ নিজেদের বাসা থেকেই ক্লাস করে। শহর থেকে ক্যাম্পাসে আসার জন্য বেশিরভাগ শিক্ষার্থীই যাতায়াত করে বিশ্ববিদ্যালয়ের বাসে। আবার অনেক শিক্ষার্থীই দিনাজপুর শহরে টিউশন করাতে যাওয়ার জন্য ক্যাম্পাসের বাসেই যাতায়াত করে। বর্তমানে বাসের সংখ্যা কম থাকায় বেশিরভাগ সময়ই অতিরিক্ত শিক্ষার্থীর চাপ নিতে হচ্ছে সচল বাসগুলোকে। অনেকসময় সীট না পেয়ে শিক্ষার্থীদেরকেও দাঁড়িয়ে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে ক্লাস শেষ হওয়ার সময়গুলোতে বাসে করে যাতায়াত করতে এবং বাসের সীট পেতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে শিক্ষার্থীদেরকে। এক্ষেত্রে নারী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছেন বেশি। আগে ছাত্রীদের জন্য কয়েকটি ট্রিপে আলাদা বাস থাকলেও বর্তমানে সেটি নেই। এতে করে ছাত্রীদের ভোগান্তি যেনো বেড়ে গেছে আরও।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা সূত্রে জানা যায়,বর্তমানে শিক্ষার্থীদের পরিবহনের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস ১৩টি। এরমধ্যে বর্তমানে ৮,৯,১৩,১৪,১৫,১৬,১৮ ও ২১ নম্বর বাস নানারকম ত্রæটির কারণে অচল হয়ে পড়ে রয়েছে। সচল থাকা ১১,১২,১৭,১৯,২০ নম্বর এবং ২ টি বিআরটিসি দ্বিতল বাস দিয়েই যাতায়াত করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে নিয়মিত শহরে যাতায়াত করছে এমন কয়েকজন শিক্ষার্থীর সাথে যোগাযোগ করলে তারা জানায়, বাসে সীট পাওয়া বর্তমানে খুবই কষ্টকর হয়ে পড়েছে। সীট ধরতে হলে বাস ছাড়ার ১৫/২০ মিনিট আগে এসে বাসে উঠতে হয়। অনেকসময় বড়মাঠ থেকে যে বাস আসে সেটিই আবার ক্যাম্পাস থেকে ছাড়ে। সেই বাসে সীট পাওয়া তো দূরের কথা ভিতরে ঢুকতেই অনেক ভীড় অতিক্রম করে উঠতে হয়।
হাবিবা খাতুন নামের এক ছাত্রী বলেন, বাসে সীট পাওয়া বর্তমানে মেয়েদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। মেয়েদের পক্ষে ধাক্কাধাক্কি করে বাসে ওঠা সম্ভব না। অনেকসময় বাধ্য হয়ে অটোতে করেই যাতায়াত করছি।
বাস সংকটের বিষয়ে পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান বলেন, বর্তমানে দুইটি বিআরটিসিসহ মোট ৭টি বাস চলমান আছে। বাকি বাসগুলো ঠিক করার জন্য আমাদের কাজ চলমান আছে। বাস চালাতে চালাতে মাঝেমধ্যেই অনাকাঙ্ক্ষিত কিছু ত্রæটি ধরা পড়ে যায়। আমরা খুব দ্রæতই আশা করছি ১০ বাস চলাচলের যোগ্য করতে পারবো। প্রয়োজনে ছাত্রীদের জন্য আলাদা বাসের ব্যবস্থা করার পরিকল্পনাও আছে।
এসময় প্রশাসনের কাছে পরিবহন খাতে বরাদ্দ বৃদ্ধির আহŸান জানান তিনি। বলেন, আমাদের অধিকাংশ বাসের বয়স ২৫ বছরের বেশি। স্বাভাবিকভাবেই সেগুলো আগের মতো সার্ভিস দিতে পারছেনা। পাশাপাশি মেইনটেইন্যান্স খরচও বেড়ে যাচ্ছে। এই বিষয়টি প্রশাসন দেখলে আমাদের জন্য সুবিধা হতো। পাশাপাশি গাড়ি ঠিক করার জন্য বাজেট একটু বাড়ানো জরুরি এবং দক্ষতার সাথে বাজেটের সঠিক ব্যবহারও জরুরী। প্রয়োজনে পুরাতন গাড়িগুলো বাদ দিয়ে নতুন গাড়ি কেনার বিষয়টি ভেবে দেখতে বলবো।
এছাড়াও ক্যাম্পাসে বাস রাখার যথাযথ নিয়ন্ত্রিত জায়গা নেই এমন কারণকেও বাস নষ্ট হওয়ার পিছনে দায়ী করেন তিনি। বলেন, বাসগুলো ক্যাম্পাসে খোলা জায়গায় থাকে, বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে গাড়িগুলোর জীবনকালও কমে যাচ্ছে। এজন্য গাড়িগুলোর জন্য শেড এবং নিরাপত্তাবেষ্টনী তৈরি করা খুবই দরকার। প্রশাসন নির্দিষ্ট একটা জায়গা করে দিলে আমাদের জন্য সুবিধা হতো। আশা করছি প্রশাসন এই বিষয়গুলোতে দৃষ্টি দিবে এবং যথাযথ ব্যবস্থা নিবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে যুবদলের দো’আ ইফতার মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা-

দেশের উন্নয়নের আওয়ামী লীগ সরকার নিরলস ভাবে কাজ করে চলেছে

ঠাকুরগাঁওয়ে আখানগরে নৌকার মার্কার নির্বাচনী জনসভায়

হরিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দিনাজপুরে অবহিতকরণ সভায় এডিসি (সার্বিক) এইচপিভি টিকা নারীর জরায়ু মুখ ক্যান্সারে মৃত্যু কমিয়ে আনতে যথেষ্ট কার্যকর ভ‚মিকা রাখবে

হরিপুরে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাণীশংকৈলে ব্যাংকের ৪২তম উপ-শাখা উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে অপহরণের ৩৭ দিনেও কলেজছাত্রীর সন্ধান মিলেনি

দিনাজপুর চেম্বারে ভারতীয় সহকারী হাই কমিশনারের মত বিনিময়

পীরগঞ্জে শেখ রাসেল দিবস পালনে প্রস্তুতিমূলক সভা