হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় পার্টির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পার্টির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব বদরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হাসান আলী, আহবায়ক কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন মানিক, সদস্য আফতাব উদ্দিন রেজা মন্ডল,মোকসেদুল মমিন, সাইফুল ইসলাম প্রমূখ। এ সময় জাতীয় পার্টির উপজেলা ও ইউনিয়নের সকল নেতাকর্মীদের উপস্থিতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন l