মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

অপেক্ষার পর বৃষ্টিতে স্বস্থি দিনাজপুরের কৃষকের \ আমন চাষিদের মুখে হাসি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৫, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের এ অঞ্চলে টানা খরায় দিশেহারা ছিলেন কৃষকরা। ভরা বর্ষায়ও তারা ছিলেন আকাশের দিকে তাকিয়ে। আমন ধানের চারা প্রস্তুত থাকলেও ভারী বর্ষণের অভাবে তা রোপণ সম্ভব হচ্ছিল না। তবে খরার পর কয়েক সপ্তাহে ভারী বৃষ্টিতে স্বস্তি ফিরেছে কৃষকের মাঝে। এখন জমিতে জমেছে পানি, তাই আমন চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
বিভিন্ন এলাকায় দেখা যায়, কেউ জমি তৈরি করছেন, কেউবা আগাছা পরিষ্কার করে সার দিচ্ছেন। অনেকেই রোপণের কাজ শুরু করে দিয়েছেন। সময়মতো বৃষ্টি হওয়ায় তাঁরা সেচ ছাড়া আমন ধান চাষের স্বপ্ন দেখছেন।
জমিতে রোপা আমন চাষের উপযুক্ত সময় আষাঢ়ের মাঝামাঝি থেকে শ্রাবণ পর্যন্ত। কিন্তু পর্যাপ্ত বৃষ্টির অভাবে রোপণ কার্যক্রমে বিলম্ব ঘটে। এবার শ্রাবণের মাঝামাঝি এসে টানা বৃষ্টিতে জমিতে সেচ না দিয়েই রোপণের সুযোগ তৈরি হয়েছে। এতে খরচও কমে যাবে বলে আশা কৃষকের।
শিবনগর ইউপির কৃষক রাশেদুজ্জামান বাপ্পি বলেন, ১ একর জমিতে স্বর্ণা-৫ জাতের আমন ধান রোপণ করব। বৃষ্টি না হওয়ায় চিন্তিত ছিলাম, তবে এখন বৃস্টিপাত হওয়ায় শঙ্কা কেটে গেছে এবং চারা রোপণ শুরু করেছি।
একই গ্রামের কৃষক মামুনুর রশিদ বলেন, আমন চাষ মূলত বৃষ্টির পানির ওপর নির্ভরশীল। জমিতে এখন প্রয়োজনীয় পানি জমেছে, তাই রোপণের উপযোগী হয়ে উঠেছে।
চিরিরবন্দরের নশরতপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানায়, শ্রাবণ মাসে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় চাষ উপযোগী হয়েছে জমি। শঙ্কা কেটে গেছে এবং আমন ধানের চারা রোপন করছি।
কাহারোলের বাইশপুর গ্রামের কৃষক হবিবর রহমান জানায়, এবার ৪একর জমিতে ৫১ জাতের আমন ধান রোপন করেছেন।
ফুলবাড়ী উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা শাহানুর রহমান সাংবাদিকদের বলেন, শুরুর দিকে বৃষ্টির ঘাটতির কারণে অনেকে রোপণ করতে পারেননি। কিন্তু এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। আশা করা যায়, নির্ধারিত সময়ের মধ্যেই রোপণ শেষ হবে এবং লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে। চলতি মৌসুমে উপজেলায় ১৮১৯০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে, দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জেলায় ১২৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে জুলাই মাসে হয়েছে ২৪৭ মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে কম। তবে আগস্টে বৃষ্টিপাত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

শোক সংবাদ

খানসামায় সারের দোকানে অভিযান, ৩ দোকানদারকে জরিমানা

গোপালগঞ্জের ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার

চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ঈদুল ফিতরের ১৩ বস্তা চাল ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার করেছেন নির্বাহী কর্মকর্তা

রাণীশংকৈলে সাংবাদিকদের মতবিনিময় সভা

পীরগঞ্জে ভোমরাদহ ইউনিয়নে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

ঠাকুরগাঁওয়ে নিস্পত্তি মামলার নথি ও আলামত ধ্বংস

“সিনেমাকে বাঁচাতে চাইলে সিনেমা হলে আসতে হবে“ শ্লোগান নিয়ে ‘টিম অপারেশন সুন্দরবন’র দিনাজপুরে সংবাদ সম্মেলন