বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে মহামারি প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তার প্রতিরোধ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সচেতনতা বিষয়ক ক্যাম্পিইন অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে -২০২১ মঙ্গলবার সকালে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡র হতে প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহসীন আলী। পরে একটি প্রচার গাড়ী বহর উপজেলা সদর সহ পৌরসদরের বিভিন্ন এলাকায় প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুজয় চক্রবর্তীর নেতৃত্বে অনান্যদের মধ্যে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ফরিদ বিন ইসলাম সহ সহকর্মীরা উপস্থিত ছিলেন