বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ৯ম শ্রেণীর ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করছেন বীরগঞ্জ থানা পুলিশ। বীরগঞ্জ থানার মামলার এজাহার সূত্রে জানা গেছে,উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রাম শাহপাড়া গ্রামের মোঃ মাহাবুল ইসলামের লম্পট ছেলে মোঃ রাহাদ ইসলাম (২০) একই এলাকার মোঃ আজিজুল ইসলামের মেয়ে সনকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রীকে একের পর এক কু-প্রস্তাব দিয়ে আসছিলো।একপর্যায়ে ১৭ মে -২০২১ দিবাগত রাত্রী সাড়ে ১১ টায় পার্শ্ববর্তী জহির আলীর ভুট্রা ক্ষেতে ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এব্যাপারে একই রাতে ধর্ষিতার পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং ৫/৯০। এ ঘটনার পর বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধানের নির্দেশে এস আই আবুল হাসনাত জামানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ১৮ মে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে ধর্ষক রাহাদকে গ্রেফতার করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করে।