হরিপুর প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আঞ্চলিক সড়কগুলোর অনেক অংশজুড়ে ধানমাড়াই, ধান-খড় শুকানো ও খড়ের গাদা তৈরি করা হচ্ছে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ফলে এসব সড়ক দিয়ে চলাচলকারীরা দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে জানান পথচারীরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধানমাড়াই, ধান-খড় শুকানো ও খড়ের গাদা তৈরির প্রবণতাকে সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সড়ক দুর্ঘটনা এড়াতে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম তদারকিতে বিভিন্ন সড়কে মাইকিং করে, জনগণকে সতর্ক করা হয়েছে।
হরিপুর উপজেলার প্রধান প্রধান সড়কের ওপর ধান মাড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার সময় গত রবিবার কথা হয় শাহিদ নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, ‘বাড়িতে ধান মাড়াইয়ের চাতাল নেই৷বাড়ির উঠানেও জায়গা নেই বাধ্য হয়ে সকড়কের উপর এসেছি৷
সরেজমিনে গিয়ে দেখাযায়,উপজেলার হরিপুর-রাণীশংকৈল সড়কের হরিপুর-সুন্দরী মোড়,মুন্নাটলী-বনগাঁও-বেলুয়া-যাদুরাণী-কামারপুকুরসহ বিভিন্ন রাস্তার অর্ধশতাধিক জায়গায় ধানমাড়াই, খড়ের গাদা তৈরি ও ধান শুকাতে দেখা যায়।
হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল কমিম বলেন,আজ থেকেই আমাদের অভিযান শুরু করছি৷ রাস্তার ওপর ধানমাড়াই, ধান-খড় বিছিয়ে শুকানোর কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। প্রশাসনের পক্ষে উপজেলার কৃষকদের মাইকিং করে সতর্ক করা হচ্ছে৷যাতে রাস্তায় কেউ ধান বা খড় খুঠো না শুকায়৷যদি নিয়োম না মানে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷