মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গােল্ড কাপ ( অনুর্ধ -১৭ ) ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে শুভ উদ্বোধন করা হয়েছে । রবিবার ( ১৩ জুন ) সকাল ১১ টায় উপজেলার কারবলা মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম। উদ্ভোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল হরিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মংলা,আমগাও ইউপির চেয়ারম্যান পাভেল তালুকদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম,আমগাও ইউপির সাবেক চেয়ারম্যান বদরুল ইসলাম সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় আমগাও ইউনিয়ন ও হরিপুর সদর ইউনিয়ন অংশ গ্রহণ করে ।