ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরো ৫জন। এনিয়ে জেলায় মৃত্যের সংখ্যা দাঁড়ালো ৭২ জনে। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১২০জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
শনিবার রাতে সিভিল সার্জনের এক প্রতিবেদনে এতথ্য নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন করে যে ৫জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এদের মধ্যে সদর উপজেলায় ৮০ বছর বয়সী একজন বৃদ্ধ, রানীশংকৈল উপজেলায় ৬৬ বছর ও ৭০ বছর বয়সী দুইজন, পীরগঞ্জ উপজেলায় ৪৮ বছর বয়সী একজন এবং বালিয়াডাঙ্গী উপজেলায় ৩৫ বছর বয়সী একজন রয়েছেন।
আর গত ২৪ ঘন্টায় ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরো ১২০জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। এদের মধ্যে সদর উপজেলায় সবচে বেশি ৫১জন। এছাড়াও রানী শংকৈল উপজেলায ১৭জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ২৪জন পীরগঞ্জ উপজেলায় ৯জন, এবং হরিপুর উপজেলায় ১৪জন আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৯৬৯জন। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৭২২জন।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার বলেন, স্বাস্থ্যবিধি মেনে না চলায় জেলায় সংক্রমণের হার বাড়ছে। তাই সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন,মাস্ক পড়–ন, সাবান দিয়ে ঘনঘন হাত ধুয়ে সুরক্ষিত থাকুন।