বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ মাদক নির্মূল করার লক্ষে দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের ব্যাপক তৎপরতা অব্যাহত রয়েছে। বীরগঞ্জ পৌরসভার মাকড়াই শালবনে অভিযান চালিয়ে ১১০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছেন বীরগঞ্জ থানা পুলিশ। ২৭ জুন রবিবার সন্ধ্যায় বীরগঞ্জ থানার এসআই স্বপন পালের নেতৃত্বে এসআই এএসআই ওয়াদুদ ও এএসআই সুদানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স পৌরসভার মাকড়াই জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে উপজেলা মরিচা ইউনিয়নের অজুনাহার গ্রামের মোঃ ফেহরানের ছেলে রুবেল (২৬) ও একই এলাকার মোঃ বাবুল মিয়ার ছেলে নাজমুল (২১) কে ১১০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক এবং ব্যবহিত ফুজুকি মোটরসাইকেল উদ্ধার করেন। এব্যাপ্যারে বীরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছেন। যার মামলা নং ৩০ তারিখ ২৭/৬/২০২১।