মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তের নাগর নদী থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
ডাবরী সীমান্তের নাগর নদী থেকে শুক্রবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ জানান, ডাবরী সীমান্তে একটি অজ্ঞাত ব্যাক্তির লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে আমি যাচ্ছি।
হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরঙ্গজেব জানান, লাশ উদ্ধার করে মৃত ব্যক্তিকে সনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তে পাঠানো হবে।