সোমবার লালুপাড়াস্থ নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে দিনাজপুর এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ এর আয়োজনে “ছড়িয়ে দেই তারুণ্যের কন্ঠস্বর” এই শ্লোগানকে সামনে রেখে মে মুভমেন্ট কলিব্রেশন-২০২৩ কে উপলক্ষ্যে দুই দিনব্যাপী বাৎসরিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এসিও সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে ২৮ মে রবিবার পরিকল্পনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, দিনাজপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান। ২৯ মে সোমবার সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম ও ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল। প্রকল্প বিষয় পর্যালোচনা করেন ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মোঃ মবিন উদ্দিন। দুইদিনব্যাপী পরিকল্পনা সভায় যৌথ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কি ফলাফল অর্জন করা হয়েছে, যৌথ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে স্পন্সরশীপ অন্তর্ভুক্তি এবং একীকরণ শিশুর সুস্থ্যতার জন্য এলাকাবাসীর দৃষ্টিভঙ্গী এবং অগ্রাধিকারের দিকে অগ্রগতি পর্যালোচনা করা, যৌথ পরিকল্পনা প্রয়োজনীয় সমন্বয় করা সমন্ধে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী সিডিসি, ইউএনডিসি, শিশু ও যুব ফোরাম, ধর্মীয় নেতৃবৃন্দ, সরকারি ও বেকরকারি প্রতিনিধি, শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা। পরিকল্পনা সভায় অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাসনা হেনা বেগম ও সিডিসি’র সভাপতি সামিউল ইসলাম। সভাপতির বক্তব্যে অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, জনগণের সমন্বিত অগ্রাধিকার সমূহকে গুরুত্বারোপ ও উন্নয়ন অংশিদারিত্বের দর্শনকে ধারন করে সরকারের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) অর্জনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বি উন্নয়ন বিশেষতঃ শিক্ষা ও শিশু নিরাপত্তা প্রকল্প, জীবিকায়ন ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচী এবং শিশু অধিকার ও সুরক্ষার জন্য জনগনকে সম্পৃক্ত করে কাজ করে যাচ্ছে। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন প্রোগ্রাম অফিসার যোহন মুর্মু, দিনো দাস, পলাশ ক্রুশ ও কাজল দে।