মঙ্গলবার , ২৭ জুলাই ২০২১ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুরে সেচ্ছাসেবক লীগের প্রতিষষষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২৭, ২০২১ ২:৪৬ অপরাহ্ণ

মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। সোমবার (২৭জুলাই) সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয় চত্ত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দরা। উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক প্রদীপ কুমার পাল খোকনের সভাপতিত্বে সকাল ১০ টায় দলীয় কার্যালয় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত, দোয়া ও মিলাদ মাহফিল হয়।
আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হরিপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তি যোদ্ধা নগেন কুমার পাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এহসানুল হক বাবু, মানিক হোসেন, মুকুল হোসেন ও আসাদুজ্জামান শাহিনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও