শনিবার , ৩১ জুলাই ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে স্বাধীনতা বিরোধী পিতা ও কন্যাকে মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা বানানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ৩১, ২০২১ ৮:২২ অপরাহ্ণ

 

পীরগঞ্জ প্রতিনিধি
মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা হিমাবে স্বাধীনতা বিরোধী এক পিতা ও তার কন্যার নামে রাষ্ট্রীয় গেজেটে হওয়ায় প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা মুক্তিযোদদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কমান্ডের সাবেক কমান্ডার ইব্রাহীম খান। তিনি অভিযোগ করে বলেন, গত ১৪ মার্চ জামুকার ৭৩ তম সভায় পীরগঞ্জের চিহ্নিত ও আলোচিত রাজাকার, আলবদর বাহিনীর প্রত্যক্ষ সদস্য ডা: মনির উদ্দিন চৌধুরীকে মরোনত্তর শহীদ মুক্তিযোদ্ধা এবং তার মেয়ে সুফিয়া বেগমকে মরোনত্তপীরগঞ্জে স্বাধীনতা বিরোধী পিতা ও কন্যাকে মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা
বানানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি
মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা হিমাবে স্বাধীনতা বিরোধী এক পিতা ও তার কন্যার নামে রাষ্ট্রীয় গেজেটে হওয়ায় প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা মুক্তিযোদদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কমান্ডের সাবেক কমান্ডার ইব্রাহীম খান। তিনি অভিযোগ করে বলেন, গত ১৪ মার্চ জামুকার ৭৩ তম সভায় পীরগঞ্জের চিহ্নিত ও আলোচিত রাজাকার, আলবদর বাহিনীর প্রত্যক্ষ সদস্য ডা: মনির উদ্দিন চৌধুরীকে মরোনত্তর শহীদ মুক্তিযোদ্ধা এবং তার মেয়ে সুফিয়া বেগমকে মরোনত্তর বীরঙ্গনা হিসেবে তালিকা ভুক্ত করা হয়। যা উপজেলা পর্যায় থেকে কোন ধরনের যাচাই বাছাই করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি দাবি করে বলেন, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর হাতে ডা: মুনির চৌধুরী এবং তার মেয়ে সুফিয়া বেগম মারা যায়। মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা গেজেট থেকে বিতর্কিত ওই দুজনের নাম অবলিম্বে বাতিলের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
ইব্রাহীম খান ছাড়াও সম্মেলনে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পৌর কমান্ডের আহবায়ক নুরুজ্জামান প্রমুখ। এতে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি কৃষ্ণ মোহন রায়, শামিমুজ্জামান জুয়েল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মুক্তিযোদ্ধা, শিক্ষক, সন্তান কমান্ডের নেতা এবং জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
র বীরঙ্গনা হিসেবে তালিকা ভুক্ত করা হয়। যা উপজেলা পর্যায় থেকে কোন ধরনের যাচাই বাছাই করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি দাবি করে বলেন, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর হাতে ডা: মুনির চৌধুরী এবং তার মেয়ে সুফিয়া বেগম মারা যায়। মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা গেজেট থেকে বিতর্কিত ওই দুজনের নাম অবলিম্বে বাতিলের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
ইব্রাহীম খান ছাড়াও সম্মেলনে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পৌর কমান্ডের আহবায়ক নুরুজ্জামান প্রমুখ। এতে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি কৃষ্ণ মোহন রায়, শামিমুজ্জামান জুয়েল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মুক্তিযোদ্ধা, শিক্ষক, সন্তান কমান্ডের নেতা এবং জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

পীরগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত।। বিস্তারিত জানতে টাচ করুন

পঞ্চগড়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ

গামছা পলাশ ও দিপা’র নতুন গান ‘চক্ষু দুটি কাজলকালো’

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে– সভাপতি-আউয়াল, সাধারণ সম্পাদক-শাকিল

চিরিরবন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিপোর্ট করলে অফিসে পাওয়া যাবে!

বিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

পাকেরহটে রাস্তা দখল করে মাছ বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ

১৫তম বিসিএস ক্যাডারের ৪০ জন যুগ্ম সচিব-উপসচিব সহ বিভিন্ন সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের কান্তজিউ মন্দিরে রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে সম্মাননা প্রদান