রবিবার , ২২ আগস্ট ২০২১ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৩ বছরে পা রাখল মণি ও মুক্তা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ২২, ২০২১ ৭:৫২ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ১২ বছর আগে জোড়া লাগা অবস্থায় জন্ম নেওয়া শিশু মণি-মুক্তার জন্মদিন পালন করা হয়েছে। পূর্ব প্রস্তুতি হিসেবে জমিয়ে রাখা টাকায় তাদের জন্য জামা কিনেছেন বাবা জয় প্রকাশ পাল। বিশেষ দিনে মেয়েদের তা উপহার দিয়েছেন তিনি।রবিবার ১০টায় নিজ বাড়িতে পালন করা হয় মণি-মুক্তার জন্মদিন। শিক্ষক ও মণি-মুক্তার বন্ধুবান্ধবসহ প্রতিবেশী এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হলেও করোনা পরিস্থিতির কারণে গতবারের মত এবারো ঘরোয়া পরিবেশে জন্মদিন পালন করা হয়েছে।১১ বছর আগে মণি-মুক্তা জোড়া লাগানো অবস্থায় জন্ম নেয়। চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে দুই বোনকে আলাদা করা হয়।বাংলাদেশে প্রথম অস্ত্রোপাচারের মাধ্যমে জোড়া লাগানো শিশুর সফল পৃথককরণ করা হয়। আর ঝুঁকিপূর্ণ এ চিকিৎসায় বাংলাদেশের খ্যাতিমান চিকিৎসক এ আর খানের সাফল্য বিশ্বদরবারে চিকিৎসাবিজ্ঞানকে আরও সম্ভাবনাময় করে তুলেছে। এই সাফল্যের ইতিহাস দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামের জয় প্রকাশ পালের মেয়ে মণি-মুক্তা। মা-বাবার কোলে নানা চড়াই-উতরাই পেরিয়ে মনি-মুক্তা এখন স্থানীয় ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে ও ঝাড়বাড়ী ধ্রুবতারা নৃত্যশিল্প কলা একাডেমীতে সপ্তাহে শুক্রবার নাচ শেখতে যায়।মণি-মুক্তার বাবা জয় প্রকাশ পাল বলেন, আমাদের মতো গরিব পরিবারে জোড়া লাগা শিশু জন্ম নেওয়া কতটা বিপদের তা শুধু আমি আর আমার স্ত্রী-ই উপলব্ধি করতে পারি। তারা যখন এ অবস্থায় জন্ম নেয়, তখন আমরা দিশেহারা হয়ে পড়ি। আবার আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের কু-কথা শুনতে হয়। দুয়োর শেষ ছিল না। সব যন্ত্রণা কাটিয়ে তারা এখন আমাদের পরিবারের আনন্দের উৎস। ওদের খুব ভালোবাসি আমরা। তিনি আরো বলেন, করোনার কারণে সংসারে অভাব অনটন বেড়ে গেছে বৈকি। কিন্তু মণি-মুক্তার জন্মদিন পালন করব না; এটা পরিবারের কেউ মেনে নিতে পারি না। তাই পূর্ব প্রস্তুতি হিসেবে তাদের জন্মদিন সামনে রেখে প্রস্তুতি নিয়েছিলাম। বাড়ির পাশে ঝাড়বাড়ী বাজার থেকে মেয়েদের জন্য জামা কিনেছিলাম। এবার ভিন্নমাত্রা যোগ করার লক্ষ্যে দুই রঙেরজামা কিনেছি। মণি-মুক্তার বড় ভাই সজল কুমার পাল জানান, বোন দিশারী রানি পাল বেলুন কিনে এনেছে বারান্দা সাজানোর জন্য আর আমি দিনাজপুর থেকে ব্যানার এনেছি। কেকও কেনা হয়েছে। তাদের মা যতটা সম্ভব ভালো খাবার রান্না করেছে। সব মিলিয়ে বাড়িতে যত উৎসব হচ্ছে, তা মণি-মুক্তা কেন্দ্রিক। সবকিছুতেই দুজনের চাহিদার কথা সবার মাথায় থাকে। এবারও এর ব্যত্যয় ঘটেনি। বোনের জন্মদিনে অনেকে শুভকামনা জানিয়েছেন। এ জন্য আমরা সবাই খুব খুশি।উল্লেখ্য, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পালপাড়ায় জয় প্রকাশের বাড়ি। ২০০৯ সালের আজকের এ দিনে তাঁর স্ত্রী কৃষ্ণা রানি বাবার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ল্যাম্ব হাসপাতালে জোড়া লাগা অবস্থায় জন্ম দেন দুই মেয়েশিশু। জন্মের পর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নাম রাখেন মণি ও মুক্তা। পরে সাফি কামাল লাইটের পরামর্শে ঢাকা শিশু হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়।২০১০ সালের ৮ ফেব্রুয়ারি সকাল নয়টা ২০ মিনিটে থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ও শিশু সার্জারি বিভাগের প্রধান এ আর খানের নেতৃত্বে ২৫ জনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল অস্ত্রোপচারে অংশ নেন। সফল অপারেশনের মাধ্যমে মণি-মুক্তা ভিন্ন সত্তা লাভ করে। বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে সৃষ্টি হয় এক নতুন ইতিহাস। দুজনই স্বাভাবিক শিশুর মতো চলাফেরা করতে পারছে। কোনো কোনো ক্ষেত্রে স্বাভাবিক শিশুর চেয়ে বুদ্ধিমান উভয়ই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বারবিট নামে ইনজেকশন ১৬ টাকার ইনজেকশন কিনতে হল ৮০০ টাকায়

বোদায় দুই জনের অস্বাভাবিক মৃত্যু

আটোয়ারীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান কমিটির সভা

নারীদের অর্থনৈতিক ভাবে সাবলম্বী হয়ে দেশকে এগিয়ে নিতে হবে ………রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজে নিয়োগ নিয়ে অনিয়ম, তদন্ত কমিটি গঠন !

ঠাকুরগাঁওয়ে করোনা সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসনের কর্মশালা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

ফুলবাড়ীতে বাছুরের একটাই চোখ, নাকও নেই

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি