পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ইদ্রিস আলীয় অবসরজনীত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে এসআইএমও, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট, সিসিটি ও মেডিকেল টেকনোলজিস্টবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী। জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হাসিবুর রহমান শাহ লাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মাঝে বক্তব্য দেন সদ্য বিদায়ী মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) লুৎফর রহমান, কোল্ড চেইন টেকনোলজিস্ট আনোয়ার হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) খাজা ময়েনউদ্দীন আহম্মেদ প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন মোস্তফা জামান চৌধুরী বলেন, মেডিকেল টেকনোলজিস্টরা করোনার সময় ভয়ভীতি ও আতঙ্ককে উপেক্ষা করে তাদের দায়িত্ব পালন করেছেন। বিদায়ী মেডিকেলে টেকনোলজিস্ট ইদ্রিস আলীও আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে স্যাম্পল সংগ্রহ করে জেলা সদরে নিয়ে আসতেন।