সোমবার , ২৩ আগস্ট ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে বজ্রপাতে চার শিশুসহ সাতজনের মৃত্যু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ২৩, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ

বজ্রপাতে দিনাজপুরের দুই উপজেলায় শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। জেলা সদর ও চিরিরবন্দরে সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বজ্রপাতের এই ঘটনা ঘটে।

এর মধ্যে জেলা সদরে মারা গেছে চার শিশু ও চিরিরবন্দরে মৃত্যু হয়েছে তিন যুবকের।

চার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

তারা হলো ১০ বছরের মিম, ১২ বছরের হাসান, ১৩ বছরের সাজ্জাদ ও ১৬ বছরের আপন। এ ঘটনায় আহত হয়েছে ১৫ বছরের সাজু এবং ১৬ বছরের মমিনুল ও আতিক।

হতাহতদের সবার বাড়ি ৮ নম্বর নিউটাউন ও রেলঘুন্টি এলাকায়।

কোতোয়ালি থানার এসআই মো. আসাদ জানান, বেলা সাড়ে ৩টার দিকে সদরের নিউটাউন ৮ নম্বর ব্লকের মাঠে ফুটবল খেলতে যায় এলাকার শিশুরা। সে সময় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। বৃষ্টি বেড়ে গেলে মাঠের পাশে একটি ছাউনির নিচে আশ্রয় নেয় তারা। সেই ছাউনিতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত শিশুদের সদরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত শিশুদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মমিনুল ও আতিককে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

প্রায় একই সময়ে জেলার চিরিরবন্দরের সুকদেবপুর গুড়িয়াপাড়ায় বজ্রপাতে প্রাণ গেছে তিন বন্ধু আব্দুর রাজ্জাক, আব্বাস আলী ও নুর ইসলামের।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দিকা এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি সুব্রত বলেন, বৃষ্টির মধ্যেই দুপুরে গ্রামের একটি পুকুরে মাছ ধরতে যান ওই তিন যুবক। সে সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তাদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে বিনামুল্যে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

হরিপুরে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছিল বলেই আমরা স্বাধীনতার সুফল ভোগ করছি ……রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন

পঞ্চগড়ে মাগুড়া ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

হরিপুরে দ্রুত গতিতে এগিয়ে চলছে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ

পঞ্চগড়ে জাগপা’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইন নিউজ পোর্টাল মুক্তির ৭১ নিউজের সম্পাদকের ৪৩তম জন্মবার্ষিকী

অবৈধভাবে উত্তোলনকৃত বালুর ঢিপি নিলামে বিক্রি করলেন বোচাগঞ্জের ইউএনও

বীরগঞ্জে ভেঙে পড়ার ১০ দিন পার হলেও কাজ শুরু হয়নি কাঙ্ক্ষিত ব্রিজের

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী ও গণ প্রকৌশল দিবস পালিত