মঙ্গলবার , ২৪ আগস্ট ২০২১ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে এক যুবককের আত্মহত্যা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ২৪, ২০২১ ৫:৩১ অপরাহ্ণ
বীরগঞ্জে এক যুবককের আত্মহত্যা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে আম গাছের ডালের সাথে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে মানসিক রোগী আঃ সোবাহান(১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোবাহান উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের ঝড়ুয়া হাজীপাড়ার আল আমিনের ছেলে। নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ খালেক সরকার ও নিহতের পরিবারের কথা হলে জানা যায়, আঃ সোবাহান বিগত ৬ মাস ধরে মানসিক রোগে ভুগছিলেন। সে সোমবার আনুমানিক রাত ১১ টায় বাড়ী থেকে বাহির হয়। এরপর তাঁকে অনেক খোঁজাখুঁজির পর নিহতের পিতা আল আমিন বাড়ীর পাশে আম গাছের ডালের সাথে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতা নিয়ে লাশটি মাটিতে নামান এবং পরদিন সকালে বীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। সংবাদ পেয়ে অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মো. আব্দুল ওয়ারেস ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন না থাকায় এবং পরিবারের পক্ষে কোন রকমের অভিযোগ না থাকায সুরতহাল শেষে় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত