মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে পাঠক নন্দিত ‘দৈনিক করতোয়া’ পত্রিকার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) বিকাল ৫ টায় আটোয়ারী প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক করতোয়ার আটোয়ারী উপজেলা প্রতিনিধি জিল্লুর হোসেন সরকার এর সভাপতিত্বে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মো: আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো: জাহেরুল ইসলাম ও বৈশাখী টেলিভিশন পঞ্চগড় প্রতিনিধি এ রায়হান চৌধুরী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিগণ দৈনিক করতোয়া পত্রিকার সু-দীর্ঘ পথচলা ও আগামী দিনের জন্য শুভ কামনা রেখে আলোচনা করেন।