বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ ॥ দিনাজপুরের বীরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে ব্যক্তিগত অর্থায়নে এবং স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা সংস্কার করেছে এলাকাবাসী। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদর থেকে সুজালপুর ইউনিয়নের মুড়িয়ালা ও ভাদুরিয়ার মোড় হয়ে মদনপুর গ্রামে যাওয়ার ব্যবহৃত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে মাটি ধসে রাস্তা ভেঙে গেছে। কোথাও আবার গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে রাস্তায় কাঁদা মাটির কারণে চলাচলে ভোগান্তির শিকার এই এলাকার সর্বস্তরের জনগণ।মানকিরা, রনগাও, ভাদুরিয়া এই ৩ গ্রামের মানুষ দীর্ঘদিন উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে ঘুরেও কোন প্রতিকার না পেয়ে নিজেরাই উদ্যোগে প্রায় এক কিলোমিটার চলাচলের অনুপযুক্ত কাঁচা রাস্তা সংস্কার করেছে। গত ১সপ্তাহ থেকে ২০-২৫ জন গ্রামবাসী রাস্তা সংস্কারে কাজ শুরু করছেন। নিত্যদিনের সংসারে কাজের পাশাপাশি পালাক্রমে প্রতিদিন ৫জনের একটি দল রাস্তাটি সংস্কারের কাজে অংশ নেয়। এ কাজ শেষ হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা।মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায় বিপুল উৎসাহে গ্রামের লোকেরা কেউ রাস্তার কাদা টেনে সেখানে ইটের টুকরা ফেলছেন। অনেকে সেই ইটের টুকরা গুলো হাতুড়ির আঘাতে ভেঙ্গে সমান করছেন।স্থানীয় বাসিন্দা প্রদিপ রায় জানান, অনেক কষ্ট করে ক্ষেতে ফসল ফলাই কিন্ত ফসল ঘরে তুলতে দুর্ভোগ পোহাতে হয় রাস্তার কারনে। রাস্তাটি চলাচলে ব্যাপক দুর্ভোগের কারণে এই এলাকার মানুষের ভোগান্তি চরমে। নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে অনেকবার ধর্না দিয়েছি। কোন কাজ হয়নি তাই বাধ্য হয়ে নিজেরাই সংস্কারের কাজ শুরু করে দিয়েছি।মোঃ আছর উদ্দিন জানান, গ্রামের সবাই সাধ্য মতো চাঁদা দিয়েছি। প্রায় ২০ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। সেই টাকা দিয়ে কাজ শুরু করা হয়েছে। এ ছাড়া সবাই স্বইচ্ছায় শ্রম দিয়ে সংস্কার কাজে অংশ নিয়েছেন। এই উদ্যোগে চান মিয়া মোঃ মুনসুর আলী, দিনবন্ধু রায়, সমারু, সুরুজ আলী, মোঃ রহিম, সুবাস, আহসান হাবিব, মমিনুল, কামাল হোসেন, আরমানসহ আরও অনেকে তাঁদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে তিনি জানান।এ ব্যাপারে মুঠোফনে সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় বলেন, সীমিত বরাদ্দ থাকায় এ রাস্তার সংস্কার করা সম্ভব হয়নি। তবে সংস্কারের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।