বৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে প্রযুক্তি নির্ভর নৈতিক শিক্ষায় আলোকিত করে তুলতে হবে —হুইপ ইকবালুর রহিম

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২৭, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি \
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে প্রযুক্তি নির্ভর বিজ্ঞান ভিত্তিক নৈতিক শিক্ষায় আলোকিত করে তুলতে হবে উল্লেখ করে বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষক। শিক্ষকতা একটি মহৎ পেশা। আলোকিত সমাজ বিনির্মাণের মাধ্যমে একটি জাতি গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের বিকাশের মাধ্যমে নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। সমাজে বিরাজমান নিরক্ষরতা, কুসংস্কার দূরীকরণের মধ্যদিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সমাজের কর্ণধার হিসেবে গড়ে তোলা শিক্ষকের মূল দায়িত্ব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, কারিকুলাম যুগোপযোগী করা, কারিগরি ও নারী শিক্ষার হার বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছেন।

‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থা রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষে দিনাজপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে জিলা স্কুল প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র‌্যালীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন। র‌্যালি শেষে জেলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ও সদস্য সচিব জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজ জেসমিন, জেলা শিক্ষক সমিতির সভাপতি আহসানুল হক মুকুল, সহ সভাপতি বুনু বিশ্বাস, সাধারন সম্পাদক মাতলুবুল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হাকিম, জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারা পারভীন প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে সকাল ৯ টায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের বীরগঞ্জে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড ১৩৪তম বীরগঞ্জ শাখার উদ্বোধন করা হয়েছে

পঞ্চগড়ে কাল্ব এর ১৩তম বার্ষিক সাধারণ সভা

আওয়ামীলীগ সরকার যে কোন দুর্যোগে সব সময় সাধারণ মানুষের পাশে থাকে …….রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

প্রধানমন্ত্রীর উপহার হরিপুরে ১০১ গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর

পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাংলাদেশ ও ভারতের মাঝে যে সম্পর্ক রয়েছে সামনের দিনে তা আরো বাড়বে-ভারতীয় সহকারি হাইকমিশনার মনোজ কুমার

দাবদাহে স্বস্থি গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর

বোচাগঞ্জে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

সোমবার সরস্বতী পূজা; প্রতিমায় রং-তুলির আঁচড় দিতে ব্যস্ত শিল্পীরা

রাণীশংকৈলে সাংবাদিকের পিতা নজরুল আর নেই