পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি: শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দিয়ে দ্রুততম সময়ে স্বাস্থ্যবিধি মেনেশিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার বিকালে বাংলাদেশছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ হয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি লিটন সরকার, ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখারসভাপতি তাবিবুর রহমান দিপু, সাধারণ সম্পাদক শুভ শর্মা ও পৌর শাখার সাধারণ সম্পাদক রিদয় ইসলামপ্রমূখ। বক্তব্যে সংগঠনটির নেতারা করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধেশিক্ষাবৃত্তি ও রেশনিংয়ের ব্যবস্থা, অবিলম্বে ২০২০-২১ সেশনের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া, সেশনজটরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সব শিক্ষার্থীর জন্য স্বাস্থ্যসেবা ও হেলথ কার্ড নিশ্চিত করার দাবি জানান।