সোমবার , ১ আগস্ট ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ

দিনাজপুরে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে চিরিরবন্দরের একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজন ভর্তি রয়েছে এবং করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ২৪জন। তবে এ সময় কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। করোনা শনাক্তের হার শূন্য শতাংশ। জেলায় করোনায় এ পর্যন্ত মোট মারা গেছেন ৩০০ জন। এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন অফিস।
সোমবার সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা.এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান, জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৯৭৯জনের। বর্তমানে সক্রিয় করোনা রোগী ৮২ জন। একদিনে সুস্থ হয়েছেন ৭জন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে একজন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৪ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৮২ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও