ঠাকুরগাঁও : করোনা সংকট মোকাবিলায় ঠাকুরগাঁওয়ে ৩ শতাধিক বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবন, সাবানসহ খাদ্য সহায়তা দিয়েছে গুড নেইবারস বাংলাদেশ নামে একটি উন্নয়ন সংস্থা।
রবিবার দুপুরে পীরগঞ্জ উপজেলায় সংস্থার কার্যালয়ে এই খাদ্য সহায়তা বিতরণ করেন পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আকতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ও পৌর মেয়র ইকরামুল হক।
এসময় সংস্থার সিনিয়র ম্যানেজার পিটার তুহিন বৈরাগী, প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুমারসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।