বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৪-৫ মিটার লম্বা ১১টি কারেন্ট জাল উদ্ধার ও ঢেপা নদী থেকে ২টি চায়না জাল জব্দ করেছেন উপজেলা মৎস্য অধিদপ্তর। ৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে গোপন সংবাদ পেয়ে বীরগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়ের নেতৃত্বে ঢেপা নদীতে অভিযান চালিয়ে চালিয়ে নিষিদ্ধ ২ টি চায়না দুয়ারি জাল আটক করে আগুন দিয়ে ধংস করা হয়েছে। এসময় উপজেলা সহকারী মৎস্য অফিসার জ্যোস্না বেগম, ক্ষেত্র সহকারী ও ১১টি ইউনিয়নের মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় জানান, কিছু অসাধু ব্যবসায়বীরা বীরগঞ্জ উপজেলার বিভিন্ন হাট- বাজারে বিভিন্ন কৌশল অবলম্বন করে নিষিদ্ধ কারেন্ট জাল এনে অবৈধভাবে ব্যাবসা করছেন। এইসব নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি বন্ধে অভিযান অব্যাহত থাকবে, পাশাপাশি সচেতন নাগরিকদের এগিয়ে আসার প্রয়োজন বলে দাবী জানান। এইসব নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল দিয়ে কিছু অসাধু মানুষ খাল- বিল-ঝিলে ব্যবহার করছে। এ জাল দিয়ে নিধন হচ্ছে দেশি প্রজাতির ছোট-বড় সব ধরনের মাছের পোনা।এমনকি মাগুড়, শিং, কই, পুঁটি, মোয়া, চাঁন্দাসহ ডিমওয়ালা মাছ পর্যন্ত এই জালের ফাঁদে আটকা পড়ছে। ফলে অনেক প্রজাতির মাছ এখন বিলুপ্ত পথে।