পীরগঞ্জ প্রতিনিধি
ঠাকুরগাওয়ের পীরগঞ্জে মাদক কেনা-বেচার সময় ৯৯ বোতল ফেনসিডিল সহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার গভীর রাতে র্যাব-১৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ পৌরসভার বেগুনগা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন রাণীশংকৈল উপজেলার টাঙ্গাগজ গ্রামের সেকেন্দার আলীর ছেলে মিলন (৪২) এবং হরিপুর উপজেলার মরাধার গ্রামে নুরুল হকের ছেলে আলমগীর হোসেন(৩৫)। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছে র্যাব।