কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাট ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা। দিনাজপুরের কাহারোল উপজেলা সদরের পশু হাটে গতকাল শনিবার ১৩ জুলাই’২৪ দুপুর ২টার দিকে উপজেলা নিবার্হী অফিসার মোঃ আমিনুল ইসলাম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এ কাহারোল হাটে ছাগল হাটিতে ক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে হাট ইজারাদার মোঃ পারভেজ আহমেদের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করার সময় উপজেলা নিবার্হী অফিসারকে সহযোগিতা করেন সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ বোরহান উদ্দীন। জানা যায়, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় ও দীর্ঘদিন ধরে কাহারোল হাটে পশু ক্রেতা ও বিক্রেতার নিকট থেকে প্রতি শনিবার সাপ্তাহিক হাটের দিন অতিরিক্ত টোল আদায় করে আসছে হাট ইজারাদার। বিষয়টি ক্রেতা ও বিক্রেতা উভয়ই উপজেলা নিবার্হী অফিসারকে মৌখিক ভাবে অভিযোগ করে আসার পরিপ্রেক্ষিতে উপজেলা নিবার্হী অফিসার এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।