বুধবার , ১১ নভেম্বর ২০২০ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বোচাগঞ্জে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১১, ২০২০ ১০:৫৭ অপরাহ্ণ

রেজানুল হক রেজু।।বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বোচাগঞ্জে আওয়ামী যুব লীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথায়োগ্য মর্যাদায় উদযাপন করা লক্ষে। ১১ নভেম্বর বুধবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচী উদ্বোধন করা হয়। এরপর আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে যুবলীগ সভাপতি মোঃ আকতারুজ্জামন সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী তুহিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আফছার আলী, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো জাফরুল¬াহ, যুগ্ন সম্পাদক আবু তাহের মোঃ মামুন, মোঃ শামীম আজাদ, পৌর যুবলীগের সভাপতি মঞ্জুর হাবীব তুষার, যুগ্ন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুব নেতা আহাদ চৌধুরী, নাফানগর ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল মোমিন, ইশানিয়া যুবলীগ আহবায়ক নিরঞ্জন চন্দ্র রায়, আটগাঁও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ মোমিন আলী, রনগাঁও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আবু সৈয়দ হোসেন, সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ আব্দুস সবুর, নইমুদ্দিন শাহ, যুগ্ন সম্পাদক সুব্রত কুমার অধিকারী, সাংগঠনিক সম্পাদক সুকমল রায়, দপ্তর-সম্পাদক এম বিল¬াহ জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ভিপি জাকারিয়া, যুব নেতা মোঃ মাহফুজ, ফয়সাল, সজল, উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন বিপুল, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইশান প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতীর উন্নতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত