পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) নির্বাচনী এলাকার জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮ জন। তারা হলেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাঈমুজ্জামান মুক্তা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু তোয়বুর রহমান, কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম এবং আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম।